18.1 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সব বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে উঠেছেন ইলন মাস্ক

কয়েক মিলিয়ন ডলারের ৭টি বিলাসবহুল বাড়ি বিক্রির পর বর্তমানে টেক্সাসের ছোট একটি ভাড়া বাড়িতে বাস করছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক।

 

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইলন মাস্ক ক্যালিফোর্নিয়ায় তার সাতটি বাড়িই ১২৮ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন।

 

টেসলা এবং স্পেসএক্স এর ৫০ বছর বয়সী এই সিইও, এখন তার সাতটি সম্পত্তি বিক্রি করার পর টেক্সাসের বোকা চিকাতে তার মহাকাশ কোম্পানির কাছে যে ভাড়া বাড়িতে বসবাস করছেন, তার মূল্য ৫০ হাজার ডলার বলে মনে করা হচ্ছে৷

 

মূলত ‘মিনিমালিস্ট’ জীবনধারায় উদ্বুদ্ধ হয়েই বিলাসী জীবন ছেড়ে সাধারণ জীবন যাপন করার উদ্দেশ্যে এই বাড়ি বিক্রি ও ভাড়া বাড়িতে ওঠার প্রক্রিয়া শুরু হয়।

 

২০২১ সালের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে অনুসরণ করে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারকের বিশাল নতুন উৎপাদন কমপ্লেক্স এবং স্পেসএক্স, যার রাজ্যের দক্ষিণ প্রান্তে একটি সাইট লঞ্চ করা হয়।

 

সে সময় মাস্ক টুইট করেছিলেন: ‘আমি সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করছি। কোনও বাড়ির মালিক থাকবো না।’

 

১৬ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

চ্যানেল পারাপারে নতুন চুক্তিঃ ফ্রান্সে ফেরত যাবে অনেকে, যুক্তরাজ্যে আশ্রয় পাবে বাছাইকৃতরা

ফিলিস্তিন অ্যাকশন সমর্থন বিক্ষোভ ঘিরে পুলিশ-যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থান

হিথ্রোতে ফ্লাইট ধরতে হেঁটে রওয়ানা দিলো যাত্রীরা

অনলাইন ডেস্ক