23.6 C
London
August 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সম্পদই কাল হলো রাগীব আলীর, জামিন পেলেন মেয়ে রেজিনা

সিলেটের প্রভাবশালী শিল্পপতি রাগীব আলীর পারিবারিক দ্বন্দ্ব আবারও আলোচনায়। তার সম্পদ নিয়ে শুরু হয়েছে অনেকটা কাড়াকাড়ি। মালনীছড়া চা বাগানে পিতা রাগীব আলী বাংলোয় ডাকাতি ও চুরির মামলায় খোদ মেয়ে রেজিনা কাদির আট দিনের কারাভোগ শেষে জামিন পেয়েছেন।

বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে হাবিবা শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার জিআরও সাব-ইন্সপেক্টর সৌমেন।

মামলার এজাহারে বলা হয়, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগী নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোয় প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের মারধর, রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে জিম্মি, নথিপত্র লুট এবং কিছু কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বাগানের শ্রমিকরা সাতজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে ১ আগস্ট এয়ারপোর্ট থানায় মামলাটি নথিভুক্ত হয়।

মামলার অন্য আসামিরা হলেন মাহফুজ (৫০), বকুল (২৪), পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯), সাগর (২৭) ও মো. জয় (২১) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

রেজিনা কাদির ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। আট দিনের কারাভোগ শেষে বুধবার তিনি জামিন পান।

মামলার অন্যান্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

রাগীব আলীর বিপুল সম্পদ ও ব্যবসায়িক প্রভাবকে ঘিরে দীর্ঘদিন ধরে পারিবারিক অস্থিরতা ও বিরোধ চলছিল। মালনীছড়ার এই ঘটনা সেই দ্বন্দ্বকে আবারো সামনে নিয়ে এসেছে, যেখানে সম্পদ রক্ষার লড়াই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে রাগীব আলী পরিবারের জন্য।

এম.কে
১৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ২০৩০ সাল নাগাদ রফতানি ছাড়াবে ১১০০ কোটি ডলার

বাংলাদেশ হতে জাহাজে যাওয়া যাবে হজে

আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামাল বাংলাদেশ

নিউজ ডেস্ক