20 C
London
August 8, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সরকার উৎখাতের ষড়যন্ত্রে রিসোর্ট-রেস্টুরেন্টে বৈঠক, মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া রিমান্ডে

রাজধানী ও আশপাশের বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে সরকার উৎখাতের ষড়যন্ত্রে একাধিক বৈঠকের অভিযোগে মেজর সাদিকুল হকের স্ত্রী ও ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তা সুমাইয়া তাহমিদ জাফরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি সূত্র জানায়, সুমাইয়া ‘ওডিবি-এম-১৭০১’ বা অপারেশন ঢাকা ব্লকেড নামের ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। গ্রুপটির মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের তথ্য সংগ্রহ, গোপন কোড তৈরি, অনলাইন সিগন্যাল অ্যাপ, হোয়াটসঅ্যাপ ও গুগলের মাধ্যমে সমন্বয়ের কাজ করতেন তিনি। এছাড়া ভাসমান টোকাইদের মাধ্যমে নানাবিধ অপকর্মের পরিকল্পনাও হয় গ্রুপটিতে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বাচলের ‘সি-সেল’ রিসোর্ট, কাঁটাবনের একটি রেস্টুরেন্ট, মিরপুর ডিওএইচএস এবং উত্তরা প্রিয়াংকা সিটির একটি ফ্ল্যাটে একাধিক গোপন বৈঠকের আয়োজন করেছিলেন সুমাইয়া ও তার স্বামী। এসব বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করা, সমর্থকদের উৎসাহিত করা এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ ৩০০-৪০০ জন গোপন বৈঠকে অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে লোকজন ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন।

১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর বুধবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সুমাইয়াকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, এখন পর্যন্ত এ মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিদেশি সংস্থার সহায়তায় সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে সুমাইয়ার আইনজীবী দাবি করেন, এ মামলার এজাহারে তার নাম নেই এবং তিনি ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলেন না। আদালতে বক্তব্য রাখতে গিয়ে সুমাইয়া বলেন, “আমি কোনো অন্যায় করিনি, রিমান্ডে দেবেন না স্যার।”

সূত্রঃ যুগান্তর

এম.কে
০৮ আগস্ট ২০২৫

আরো পড়ুন

স্ট্যাটাস দেওয়ার পর সারজিস ও হাসনাতের আইডি উধাও, কী লিখেছিলেন?

জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয়

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন