TV3 BANGLA
আন্তর্জাতিক

সর্বকালের সর্বোচ্চ রেকর্ড, ৮০ হাজার ডলারে বিটকয়েন

শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ফের (বিটিসি) সর্বকালের সর্বোচ্চ রেট ৮০,০০০ ডলারে পৌঁছেছে।

মস্কোর স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) সকালে বাইন্যান্স প্ল্যাটফর্মের তথ্য এমনটাই বলছে। এর আগে মার্কিন নির্বাচনের পরপরই বিটকয়েন ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়।

ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত সিস্টেম হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এটির দাম উঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে এই কারেন্সি মার্কেটে প্রকাশ করা হয়।

ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টো কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম বাড়তে পারে।

এম.কে
১১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক

আইরিশ নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব ও রয়েছে নানা ধরনের সুবিধা

কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় কারা?