33.2 C
London
July 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সাগর পাড়ি, সেলফি আর সাপ্তাহিক £১,০০০—অভিবাসীদের নতুন ব্রিটিশ বাস্তবতা

যুক্তরাজ্যে চ্যানেল পাড়ি দিয়ে ডিঙি নৌকায় ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় একদল অভিবাসীকে সেলফি তুলতে দেখা গেছে। ফ্রান্সের গ্র্যাভেলিনস সৈকত থেকে ৩০ জুন সকালে ছেড়ে যাওয়া একটি নৌকায় তারা আনন্দ প্রকাশ করছিলেন, যখন ফরাসি পুলিশ তীর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিল।
ডিঙি নৌকায় কমলা লাইফজ্যাকেট পরা অভিবাসীদের পাশাপাশি ভাসমান সরঞ্জাম নিয়ে অপেক্ষমাণ অবস্থায় দেখা গেছে। যাত্রীদের একজন সামনের সারিতে বসে সেলফি তুলছিলেন, আর অনেকেই পেছনে থাকা মানুষদের বিদায় জানাচ্ছিলেন।

একই সময় যুক্তরাজ্য সরকারের ওপর ছোট নৌকায় আসা অভিবাসীদের ইস্যু নিয়ে চাপ বেড়েছে। লেবার সরকার ফ্রান্সের সঙ্গে “একজন আসলে, একজন ফিরিয়ে দেওয়া” চুক্তিতে সই করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বীকার করেছেন, অভিবাসী সংকট দিন দিন আরও খারাপ হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ৩৩০টি নৌকায় ১৯,১০৩ জন ব্রিটেনে প্রবেশ করেছেন, যার মধ্যে শুধু জুনেই এসেছে ৪,২৯১ জন। ২০১৮ সাল থেকে চ্যানেল পার হওয়া মোট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৭০,২৪১ জনে।

তথ্যমতে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব অভিবাসীরা যুক্তরাজ্যে পা রাখার ঘণ্টাখানেকের মধ্যেই ডেলিভারি রাইডার হিসেবে কাজ শুরু করছেন। ‘দ্য সান’ পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, তারা সপ্তাহে প্রায় ১,০০০ পাউন্ড আয় করছেন, যদিও তারা এখনও আশ্রয়প্রার্থী হিসেবে সরকারি খরচে থাকা-খাওয়ার সুবিধা পাচ্ছেন।

লন্ডন, ম্যানচেস্টার ও বোর্নমাউথের বিভিন্ন হোটেল থেকে কাজ করা এসব অভিবাসীকে ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটস-এর ব্র্যান্ডেড জ্যাকেট পরে ডেলিভারিতে যেতে দেখা গেছে। কেউ কেউ উচ্চমূল্যের ই-বাইক বা পাবলিক হায়ার সাইকেল ব্যবহার করছেন।

হোম অফিস ইতোমধ্যে ডেলিভারি কোম্পানিগুলোর প্রতিনিধিদের ডেকে এ বিষয়ে জবাবদিহি চেয়েছে। ছায়া বিচারমন্ত্রী রবার্ট জেনরিক বলেন, “এটি অভিবাসন ব্যবস্থার ভয়াবহ অপব্যবহার। কোম্পানিগুলো জেনে শুনে এসব করছে, যা সম্পূর্ণ অনৈতিক। তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।”

এদিকে ৩০ জুন, ডোভার উপকূলে বর্ডার ফোর্স ও লাইফবোট মিলিয়ে আরও ডজনখানেক অভিবাসীকে আটক করা হয়, যাদের মধ্যে কেউ কেউ সূর্য উজ্জ্বল সুযোগ কাজে লাগিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়েছেন বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের রুট—ডোভার প্রণালী।

সরকার ও আইনপ্রণেতারা এখন ক্রমবর্ধমান চাপের মুখে, কীভাবে এই অভিবাসন সংকট মোকাবিলা করা যায় এবং অবৈধ কাজ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া যায়—সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ব্রিটিশ রাজনীতিতে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১লা জুলাই

আরো পড়ুন

লন্ডন শহর থেকে বের করে দেওয়া হচ্ছে পরিবার, গৃহহীন হয়ে পড়ছে মানুষ

আর জনসমক্ষে দেখা যাবে না ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে!

পবিত্র কাবার আদলে যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে সোনার বার