17.1 C
London
September 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সাবিনা নেছার জানাজা শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে

সাবিনা নেছার নামাজে জানাজা শক্রবার (৫ নভেম্বর) ইস্ট লন্ডন মসজিদে বাদ জুম্মাহ অনুষ্ঠিত হবে।  সাবিনা নেছা হত্যার পর প্রায় দেড় মাস পর দীর্ঘ আইনি নিয়ম শেষে তার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

উল্লেখ্য, গত ১৮ ই সেপ্টেম্বর বিকালে সাবিনা নেছার মরদেহ পাওয়া যায় সাউথ ইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারেরর পাশে।

 

সাবিনা নেছা লুইশাম রাশিগ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন । দ্যা ডিপোট বার নামের একটি পাবে সাবিনার যাওয়ার কথা ছিলো। তাই তিনি তার বাসা থেকে পার্ক হয়ে পাবের দিকে যাচ্ছিলেন। এদিকে নিজের ঘর থেকে বন্ধুর সাথে দেখার করার সময় মাত্র পাঁচ মিনিট পথের দূরত্বে পথে মর্মান্তিক ভাবে নিহত হন সাবিনা নেছা।

 

বাংলাদেশি বংশদ্ভোত স্কুল শিক্ষিকা সাবিনা নেছার (২৮) রহস্যজনক মৃত্যু প্রতিবাদে বাংলাদেশি কমিউনিটি, ব্রিটিশ কমিউনিটি , স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মেয়র, কাউন্সিলার, পুলিশসহ ব্রিটেনের সর্ব স্তরের হাজার হাজার মানুষ মোম জ্বালিয়ে মৌন মিছিল করেছিলেন।

 

দীর্ঘ আইনি জটিলতা শেষে শুক্রবার নামাজে জানাজা শেষে গার্ডেন অফ পিচ এ তাকে দাফন করা হবে বলে জানা যায়।

 

৫ নভেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে শুক্রবারে রেল ভ্রমণ ও আন্ডারগ্রাউন্ডে দুই পাউন্ড করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে

Deadline for personal tax return and payment

অনলাইন ডেস্ক

নিজের বাড়ি চুরির খবর শুনে হতবাক লুটনের এক ব্যক্তি

অনলাইন ডেস্ক