6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক বিচারপ‌তি শামসু‌দ্দিন মা‌নিক সীমান্ত থে‌কে আটক

আলো‌চিত সাবেক বিচারপ‌তি আবুল হোসেন মোহম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হ‌য়ে‌ছেন। শুক্রবার (২৩ আগস্ট) রা‌তে সি‌লেটের কানাইঘাট উপ‌জেলার ডোন সীমান্ত থে‌কে আটক করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ১৯ বি‌জি‌বির ডোনা ক‌্যা‌ম্প কমান্ডার না‌য়েক সু‌বেদার আবিদুর রহমান।

জানা গে‌ছে, শুক্রবার বিকা‌ল সা‌ড়ে ৪টার দি‌কে স্থানীয় আওয়ামী লীগ নেতা‌দের সহ‌যোগীতায় সি‌লেটের কানাইঘা‌টে এসে পৌঁছান বিচারপ‌তি শামসু‌দ্দিন মা‌নিক।

সেখা‌নে রাত ৯টা পর্যন্ত তি‌নি ছি‌লেন। রাত সা‌ড়ে ৯টার দি‌কে বি‌জি‌বির কা‌ছে খবর আসে চার-পাঁচজন লোক অবৈধভা‌বে সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা কর‌ছে। খবর পে‌য়ে বি‌জি‌বির সদস‌্যরা এগি‌য়ে গে‌লে বা‌কিরা মা‌নিক‌কে রে‌খে পা‌লি‌য়ে যান। এসময় তা‌কে এক‌টি নৌকা থে‌কে আটক করা হয়।

এম.কে
২৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

রাষ্ট্রদূত হচ্ছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায়ঃ প্রণয় ভার্মা

র‌্যাবের জিয়াসহ দুজনকে বিশ্বাস করতেন হাসিনা