5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ইয়ন ফসে

২০২৩ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। তার কাজ অকথ্যকে ভাষা দিয়েছে। ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের হাউজসুন্ডে তার জন্ম।

সাত বছর বয়সে ইয়ন ফসেকে একটি গুরুতর দুর্ঘটনা মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়; সেই অভিজ্ঞতা তাকে লেখালেখিতে প্রভাবিত করেছে। তিনি বার্গেন বিশ্ববিদ্যালয়ে ‘তুলনামূলক সাহিত্য’ বিষয়ে পড়াশোনা করেন।

জন ফসে একাধারে উপন্যাস, ছোটগল্প, কবিতা, শিশুতোষ বই, প্রবন্ধ এবং নাটক লিখেছেন। তার লেখা চল্লিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তিনি সঙ্গীতে বংশীবাদক হিসেবে কাজ করেছেন। তিনি শিশুদের জন্য গানও লিখেছেন।

দ্য ডেইলি টেলিগ্রাফের সেরা ১০০ জীবন্ত মেধাবীর তালিকায় তাকে ৮৩ নম্বরে স্থান দেয়া হয়। তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছিলেন বলে সংবাদপত্রের খবরে জানা যায়।

এম.কে
০৬ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

গ্রিনল্যান্ডে এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা: গবেষণা

স্বামীকে ভাগে পেতে দুই স্ত্রী’র শান্তি চুক্তি

বাচ্চাদের ক্ষতি করছে সোশ্যাল মিডিয়া, ক্ষমা চাইলেন জুকারবার্গ