13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর গুঞ্জন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজধানী দামেস্কের যেসব জায়গায় তিনি যান বা থাকতে পারেন, সেখানেও তাকে দেখা যায়নি। এতে গুঞ্জন প্রকট হচ্ছে, তিনি দামেস্ক থেকে চলে গেছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এসব তথ্য জানিয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, আসাদ দামেস্কেই আছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের বাসভবনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা সরে গেছেন। যদি প্রেসিডেন্ট নিজ বাসভবনে থাকতেন, তাহলে সেখানে গার্ডরাও থাকতেন। আসাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে বিদ্রোহীদের কাছেও কোনো ধারণা নেই। তাকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে সিরিয়ায় অভিযান শুরু করে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র দলগুলো। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। বিদ্রোহীরা একে একে আলেপ্পো, হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা দামেস্কের দিকে এগোতে শুরু করে। শনিবার বিদ্রোহীদের বড় একটি অংশ দামেস্ককে বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলে। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আসাদের দামেস্ক ছাড়ার গুঞ্জন।

তবে প্রেসিডেন্টের কার্যালয় বলছে, খবরটি গুজব ও ভুয়া। দাবি করা হচ্ছে, আসাদ দামেস্ক ছেড়েছেন বা অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। তিনি দামেস্কেই অবস্থান করছেন।

আগেরবার বিদ্রোহীদের ঠেকাতে রাশিয়া-ইরান সরাসরি এগিয়ে এলেও এবার দেশগুলো সামরিক সহায়তা দেবে না বলে ইঙ্গিত দিয়েছে। এর বদলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে তারা।

বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এইচটিএসের শীর্ষ নেতা আবু মোহাম্মেদ আল গোলানি বলেছেন, এবারের অভিযানের লক্ষ্য আসাদের হাত থেকে পুরো সিরিয়া মুক্ত করা।

সূত্রঃ সিএনএন

এম.কে
০৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করলো সৌদি

ইরাকের রাজনীতিবিদরা মদ বিক্রির অনুমতি চান

এবার করোনার টিকা ছাড়া হজের অনুমতি দিবে না সৌদি

অনলাইন ডেস্ক