8.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষার দাবিতে স্মারকলিপি

সিলেট বিভাগের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী সোমবার বাংলাদেশ হাই কমিশনের মিশন প্রধান মুহাম্মদ শাহরিয়ারের কাছে এ স্মারকলিপি দেন।

স্মারক লিপিতে বলা হয়, সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ সিলটি ভাষায় কথা বলে। বিশ্বের অন্যান্য দেশে আরও ১ কোটি ৫০ লাখ মানুষ এই ভাষায় কথা বলে। এ ভাষার পৃথক বর্ণমালা আছে, যা সিলটি নাগরি লিপি নামে পরিচিত। এই ভাষার বর্ণমালা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে সিলটি একমাত্র ভাষা যার বর্ণমালা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

স্মারক লিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের ৯৭তম ভাষা এই সিলটি ভাষা। এই ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলটি নাগরি লিপি বা অক্ষর আজ অবহেলিত। সিলটি নাগরি অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এই ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

এম.কে
১৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

গুম কমিশনে ১৬শ অভিযোগ, সবচেয়ে বেশি র‌্যাবের বিরুদ্ধে

মন্ত্রিসভার দু-তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হতে পারে

ঢাকার রাস্তায় যান চলাচল কম, আন্দোলনে সহমর্মিতা জানিয়ে রাস্তায় স্থানীয় বাসিন্দারা