TV3 BANGLA
বাংলাদেশ

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চলাচল শুরু

 সিলেট-লণ্ডন সরাসরি ফ্লাইটের উড্ডয়নের প্রস্তুতিকালের ছবি

বিশেষ প্রতিনিধি: ১৬ জুলাই থেকে বন্ধ ছিল বাংলাদেশ বিমানের সরাসরি লন্ডন-সিলেট  ফ্লাইট। বিমান বাংলাদেশের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ও ট্রাভেল ব্যবসায়ীরা। তাই মানববন্ধন ও বিভিন্নভাবে নিজেদের দাবি জানাতে সোচ্চার ছিলেন সিলেটবাসী।

অবশেষে রোববার (৪ অক্টোবর) সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করে ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। দুপুর সোয়া ১২টায় ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি (বিজি ০০১) লন্ডনের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় লন্ডনগামী সিলেটের যাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে  সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন বিমান নিয়ে জনসাধারণের অনেক নেতিবাচক ধারণা আছে। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির অনেক বদনাম আছে। এই বদনাম থেকে বিমানকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী বিমানে অনেক শুদ্ধি আনা হয়েছে। ফলে গেল অর্থবছরে বিমান ২০০ কোটি টাকার উপরে লাভ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, লন্ডনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ৯০ ভাগ সিলেটি। তাই ওসমানী বিমানবন্দরে যাতে ‘৭৭৭’ উড়োজাহাজ ‘টেইক অফ’ করতে পারে সে ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। সে লক্ষ্যে ওসমানী বিমানবন্দরকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ শুরু হয়। গত এপ্রিলে রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ শেষ হয়েছে। গত ১ অক্টোবর নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রানওয়ে সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। সবমিলিয়ে ওসমানী বিমানবন্দর হবে অত্যাধুনিক বিমানবন্দর।

মাহবুব আলী বলেন, সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর আগে যুক্তরাজ্যের ডিএফটির প্রতিনিধি দল দু’দফা ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে গেছে। আগামীতে সিলেট থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে সরাসরি ফ্লাইট পরিচালনাও হবে। বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শেষ হলে বিদেশি এয়ারলাইন্সগুলোও ওসমানীতে তাদের ফ্লাইট পরিচালনা করবে বলে আমরা আশাবাদী।

প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও শিগগিরই বিমানের সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালুর ব্যাপারে আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, বিমানের সুন্দর সুন্দর নামগুলো প্রধানমন্ত্রীর দেওয়া। তিনি বিমানে যাত্রা করলে সিট থেকে উঠে গিয়ে যাত্রীদের খবর নেন। প্রধানমন্ত্রী আকাশ যোগাযোগের ব্যাপারে খুবই আন্তরিক বলেই বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ সংযোজন হয়েছে।

তিনি আরও বলেন, সব কিছুর পর বিমানের সীমাবদ্ধতা রয়েছে। এরপরও অত্যাধুনিক বিমান বহরে যুক্ত করে সেবা দিতে বদ্ধ পরিকর। তবে সরকারের পাশাপাশি এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রবিবার দুপুর সোয়া ১২টায় বিমানের বিজি ০০১ ফ্লাইটটি ২৪৪ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়। এর মধ্যে ঢাকা থেকে ৫৬ জন ও সিলেট থেকে ১৮৮ জন যাত্রী ওঠেন।

০৪ অক্টোবর ২০২০
মোহায়মীন চৌধুরী, বিশেষ প্রতিনিধি, টিভিথ্রি বাংলা  
এমকেসি / এনএইচ

আরো পড়ুন

চলে গেলেন চিত্রনায়ক ফারুক

‘হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’

জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে, স্ত্রী-সন্তানকে নেওয়া হয় আয়নাঘরে