24.1 C
London
July 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে জেলা প্রশাসক অপসারণের দাবিতে রাজপথে সাবেক মেয়র আরিফুল, পরিবহন ধর্মঘটের হুমকি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ‘অদক্ষ ও ব্যবসাবান্ধব পরিবেশবিরোধী’ বলে অভিহিত করে তার অপসারণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর কেন্দ্রীয় কোর্ট পয়েন্ট এলাকায় শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন প্রায় দেড়শ ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও বিএনপির নেতাকর্মী। একে শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে উল্লেখ করেন আরিফুল।

সমাবেশে জেলা ও মহানগর বিএনপির নেতাদের পাশাপাশি পরিবহন শ্রমিকদের সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তৃতায় আরিফুল অভিযোগ করেন, পাথর ভাঙার বৈধ মেশিনে সংযোগকৃত বিদ্যুৎ হঠাৎ করে বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন, কোনো নোটিশ বা সময় না দিয়েই। একইভাবে নগরের মেজরটিলা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

আরিফুল দাবি করেন, ডিসি ব্যবসাবান্ধব নন এবং তিনি অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের হয়রানি করছেন। তিনি জানান, প্রশাসনের এ ধরনের আচরণের প্রতিবাদে ভুক্তভোগী ব্যবসায়ীরা একত্রিত হয়েছেন।

সমাবেশ থেকে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী শুক্রবারের মধ্যে ডিসিকে অপসারণ না করা হলে শনিবার থেকে সিলেটের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় হয়েছে এবং সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ডিসি বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনি নির্দেশনা মেনেই কাজ করছেন। হঠাৎ এমন কর্মসূচি ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, একই দিনে জেলা প্রশাসকের ডাকে এক বৈঠকে সিলেট বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ পাথর ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। তবে আরিফুল হক চৌধুরী সেই বৈঠকে উপস্থিত ছিলেন না এবং এই বৈঠককে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন বলে জানানো হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, আরিফুলের কর্মসূচি তার ব্যক্তিগত উদ্যোগ, এতে বিএনপির আনুষ্ঠানিক কোনো অংশগ্রহণ নেই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জেলা প্রশাসকের সঙ্গে আরিফুল হকের চলমান দূরত্ব এবং পাথরকোয়ারি চালুর দাবিতে চলমান অসন্তোষকে রাজনৈতিক কৌশলে কাজে লাগিয়ে রাজপথে নেমেছেন সাবেক মেয়র।

এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

ছাত্রকে গুলি করা সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

কক্সবাজার কারাগারে বিদেশি বন্দিকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে বিচ্ছেদ বেশি, সিলেটে সবচেয়ে কম