20.8 C
London
April 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে নাদেলের নামে স্লোগানঃ আটক ৪

সিলেটে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। গতকাল বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে তারা।

জানা যায়, সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫/২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়।

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

এ ব্যাপারে মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। তাদের শনাক্ত করার চেষ্টা করছি। তিনি বলেন, ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৩ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

‘কমপ্লিট শাটডাউনে’ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা

সিলেট চা বাগানে অজ্ঞাত নারীর পোড়া লাশ

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার