6.2 C
London
March 11, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাজনৈতিক কর্মী খুন

সিলেটে দুই ছাত্রের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩০) নামে এক যুবদল কর্মী খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরাণ বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ মুন্সী বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। পাশাপাশি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে বিরোধ চলছিল। এ ঘটনাটি এলাকায় সালিশ বৈঠকেও গড়ায়। এরই জেরে সাকেরের পক্ষে জড়িয়ে পড়েন যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা।

ঘটনার রাতে একটি পক্ষে নাদিম, মিজান, দেলোয়ার হোসেন, এনামুল কবীর সোহেলের নেতৃত্বে যুবদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় বাহুবল এলাকায় যান। তারা এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে হামলায় যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী নিহত হন।

হাসপাতাল সূত্র জানায়, নিহতের হাতের রগ কেটে দেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে দুই ছাত্রের বিরোধের জেরে এলাকায় উত্তেজনা ছিল। সোমবার সন্ধ্যায় সালিশ বসলেও সমাধান হয়নি। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হয়ে ওই যুবক মারা যান।’

এম.কে
২৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ

অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি