14.2 C
London
August 24, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের উদে বিশ্বমঞ্চে বাংলাদেশ—ক্রিডের “Oud Zaria” অবিশ্বাস্য যাত্রা!

বিখ্যাত ফরাসি পারফিউম হাউস House of Creed—যারা দীর্ঘ দেড় শতাব্দীরও বেশি সময় ধরে সুগন্ধির জগতে এক অনন্য অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন ব্র্যান্ড, “Oud Zaria”। বলা যায় বাংলাদেশে এটি কেবল একটি আন্তর্জাতিক পারফিউম প্রতিষ্ঠান লঞ্চ নয় বরং এটিকে বিবেচনা করা হচ্ছে একটি সাংস্কৃতিক বিপ্লব হিসেবে।

প্রতিষ্ঠানটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বেছে নিয়েছে বাংলাদেশের সিলেটের পাহাড়ে জন্ম নেওয়া ৮০ বছরের পুরোনো আউদ। সুগন্ধির দুনিয়ায় এই আউদ সোনার চেয়েও মূল্যবান হিসেবে বিবেচনা করা হয়। অবশেষে এবার সেই অমূল্য উপাদান গ্লোবাল লাক্সারি বাজারে বাংলাদেশের নাম লিখে দিল।

“Oud Zaria” শুরু হয় সজীব বার্গামটের সাইট্রাসি উজ্জ্বলতা দিয়ে। যার সাথে মিলেমিশে থাকে রোজ সেন্টিফোলিয়ার কোমল ঘ্রাণ ও ইনসেন্সের ধোঁয়াটে আবেশ। তবে জানেন কি এর হৃদয়ের স্পন্দিত মূল শক্তি—সিলেটের ঐতিহ্যবাহী আউদ, যা দেয় গভীর, উষ্ণ, রহস্যময় এবং রাজকীয় অনুভূতি।
ক্রিডের কারিগরদের দাবি, এটি এমন একটি কম্পোজিশন যা একসাথে ক্লাসিক ও সাহসী, যেখানে ফরাসি শিল্পকলা ও দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক ঐতিহ্য একীভূত হয়েছে।

অনেকদিন ধরেই আউদের আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করছিল মধ্যপ্রাচ্য, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মতো দেশগুলো। অথচ বাংলাদেশ, বিশেষ করে সিলেট অঞ্চলের আগরউড, দীর্ঘদিন অবহেলিত থেকেছে। তবে এবার “Oud Zaria” সেই চিত্র বদলে দিয়েছে। ক্রিডের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে এক শক্তিশালী বার্তা দিয়েছে যে বাংলাদেশও পারফিউম ইন্ডাস্ট্রির জগতে প্রিমিয়াম উপকরণ সরবরাহে এক সম্ভাবনাময়ী শক্তি হয়ে উঠতে পারে।

দেশের বিশেষজ্ঞদের মতে, প্রসাধনীর জগতে এই স্বীকৃতি বাংলাদেশের আউদ শিল্পের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। ক্রিডের মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যখন সিলেটের আউদকে বেছে নেয়, তখন তা শুধু ব্র্যান্ড ভ্যালুই বাড়ায় না, বরং ভবিষ্যতে বিশ্ববাজারে বাংলাদেশের আউদকে প্রিমিয়াম ক্যাটাগরিতে তুলে ধরে। এটিকে স্থানীয় উদ্যোক্তাদের জন্য বিশাল সুযোগ সুযোগ হতে পারে। কেননা, আন্তর্জাতিক লাক্সারি পারফিউম ইন্ডাস্ট্রিতে আউদের বাজার কয়েক বিলিয়ন ডলারের। সঠিক ব্র্যান্ডিং, রপ্তানি নীতি ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ এই বাজারে শক্ত অবস্থান নিতে পারবে।

প্রসঙ্গত, বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ধূপ ও আগরউড বহু শতাব্দী ধরে আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে খ্যাত। তবে এই প্রথমবার সেই ঐতিহ্য আন্তর্জাতিক বিলাসী ব্র্যান্ডের প্যাকেজে পৌঁছালো। বিশেষত প্যারিস, দুবাই, নিউইয়র্ক ও টোকিওর সুগন্ধি প্রেমীদের কাছে।
তাইতো এক অর্থে বলা যায়, “Oud Zaria” শুধু একটি পারফিউম নয়; এটি বাংলাদেশের সংস্কৃতিকে বিলাসী ক্যানভাসে পুনঃঅঙ্কনের গল্প।

এম.কে
২৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

সরকারের মনোভাব বুঝতে ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি

কলকাতায় কারাগারে পি কে হালদারকে মারধর

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব নিয়ে নতুন বিতর্ক