20.5 C
London
August 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের সাবেক পুলিশ সুপার ফরিদ উদ্দিন বরখাস্ত

সিলেটের সাবেক পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বহুল আলোচিত এ কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন। সিলেটে দায়িত্ব পালনের সময় প্রশাসনিক কর্মকাণ্ড ছাড়াও একাধিক ঘটনায় তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়।

সরকারি বিধি অনুযায়ী, গুরুতর অভিযোগ এবং শৃঙ্খলাভঙ্গের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বরখাস্তের ফলে তিনি সরকারি চাকরির সব ধরনের সুবিধা থেকেও বঞ্চিত হবেন।

প্রসঙ্গত, ফরিদ উদ্দিন সিলেট ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। তবে সিলেট পর্বেই তাকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়। প্রশাসনিক মহলে তার বরখাস্তের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ আগস্ট ২০২৫

আরো পড়ুন

বজ্রপাতে বেশি মৃত্যু সিলেটে

পণ্যের জিএসপি সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশকে সতর্কবার্তা ইইউ’র

নির্বাহী আদেশে কালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

নিউজ ডেস্ক