14.8 C
London
February 21, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের সাবেক সিটি মেয়র গ্রেফতার

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্টে’ তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ (এসএমপি)।

গ্রেফতার মো. আজম খান ‘ওয়ান ইলেভেন’ সরকারের আমলে সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সিসিকের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।

জানা গেছে, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সময়ে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিসিকের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করেন আজম খান। তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গ্রেফতার হয়ে কারাগারে গেলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

রোববার রাতে এসএমপি জানায়, অপারেশন ডেভিল হান্টে আজম খান ছাড়াও পুলিশ সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- সিলেট নগরীর বারুতখানার হাজী আলমগীরের ছেলে ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), তার ভাই ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নেতা সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত ওরফে মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

এম.কে
১৭ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশ নিয়ে ভারতে ফেইক ভিডিও ছড়ানোর অভিযোগ মমতার

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড

সন্তানের নাম ‘আবু সাঈদ’ রেখে আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হন সাজু