24.4 C
London
August 17, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

সুপার লিগে ১২০ পয়েন্ট, বিশ্বকাপ প্রায় নিশ্চিত বাংলাদেশের

এমনিতেই বিশ্বকাপ সুপার লিগে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান বাংলাদেশের। সেই জায়গাটাকে আরও শক্ত করলো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসগড়া সিরিজ জয়ে টেবিলের শীর্ষে থেকে রাজত্ব করা টাইগারদের এবার বিশ্বকাপে বিনা বাঁধায় খেলা প্রায়ই নিশ্চিত।

 

গত ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা আরও শক্ত হলো টাইগারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসগড়া সিরিজজয়ে ‘অপ্রত্যাশিত’২০ পয়েন্ট যোগ হলো বাংলাদেশের।

 

ফলে এখন ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট টাইগারদের। সুপার লিগে এখন পর্যন্ত ১০০’র বেশি পয়েন্ট কেবল বাংলাদেশেরই। কারণ, ১৫ ম্যাচে ৯ জয়ে ৯৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগে দুই নম্বরে আছে ইংল্যান্ড।

 

ঘরের মাঠে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, সেরা চারে থেকেই বিশ্বকাপে যেতে চান তিনি। ১২০ পয়েন্টকেই বিশ্বকাপ খেলার জন্য যথেষ্ঠ মনে করা হচ্ছে। কিন্তু তামিমের লক্ষ্য আরও বেশি ম্যাচ জয়ের।

 

২৪ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

ক্ষমতা হারানোর শঙ্কায় লিজ ট্রাস

অনলাইন ডেস্ক

লন্ডনসহ পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে করোনার চেয়েও শক্তিশালী নতুন ভাইরাস

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনঃ রাশিয়া