সেনাবাহিনীর এক সেনাবাহিনীর কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা ও খারাপ আচরণের কারণে গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসি সোহেল রানাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) গুলশানে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডা হয় গুলশান থানার এসি সোহেলের। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সোহেল। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান।
পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকেছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে ক্ষমাও চান এসি সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি। বাকবিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে ডিএমপি।
উল্লেখ্য যে, ০৫ আগস্ট ২০২৪’র আগে স্যোশাল মিডিয়াতে এসি সোহেল রানা আওয়ামীলীগকে তোষণ করে বিভিন্ন পোস্ট দিয়েছেন। নেটিজেনরা সেই সকল পোস্ট শেয়ার করে পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি জানান। পুলিশ সদস্যের আচরণের সমালোচনা অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
৩০ অক্টোবর ২০২৪
বিভাগঃ বাংলাদেশ