TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সোলার টুগেদার প্রকল্পে যুক্তরাজ্যের কার্ডিফে ১২০ পরিবার সাশ্রয় করছেন বিদ্যুৎ বিল

কার্ডিফ কাউন্সিলের সোলার টুগেদার প্রকল্পের সঙ্গে অংশীদারিত্বে এখন পর্যন্ত ১২০টি পরিবারের ছাদের ওপর সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা মোট ৬১৪ কিলোওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করছে।

এছাড়াও, ১২৪টি বাড়িতে ব্যাটারি স্টোরেজ সংযুক্ত করা হয়েছে, যা ৮৩৯ কিলোওয়াট-ঘণ্টার বিদ্যুৎ সংরক্ষণ ক্ষমতা প্রদান করছে। এতে পরিবারগুলো তাদের বিদ্যুৎ বিল কমাতে এবং সোলার বিনিয়োগ থেকে সর্বাধিক সুবিধা নিতে পারছে।

কার্ডিফ কাউন্সিলের ক্লাইমেট চেঞ্জ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও ট্রান্সপোর্ট কেবিনেট সদস্য কাউন্সিলর ড্যান ডি’আথ বলেন, “সোলার টুগেদার কার্ডিফের বাসিন্দাদের জন্য সহজ ও সহায়ক পথ প্রদান করছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করছে। প্রতিটি সোলার প্যানেল একটি শক্তিশালী, ন্যায়সঙ্গত ও সবুজ কার্ডিফের দিকে পদক্ষেপ।”

কার্ডিফের বাসিন্দারা এই প্রকল্পে এক মিলিয়নের বেশি পাউন্ড বিনিয়োগ করেছেন, এবং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে আরও ৭১টি বাড়িতে সোলার এবং ব্যাটারি সংযোগের পরিকল্পনা রয়েছে।

সোলার টুগেদার সমষ্টিগত ক্রয়ের সুবিধা দিয়ে খরচ কমাচ্ছে, যাচাই করা ইনস্টলার এবং দৃঢ় গ্যারান্টির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছে। এই প্রকল্পে ৪০ জন স্থানীয় ইনস্টলার নিয়োজিত আছেন।

কার্ডিফ প্রকল্পটি কার্ডিফ ক্যাপিটাল রিজিয়ন প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। বৃহত্তর অঞ্চলে ২১৬টি সোলার অ্যারে স্থাপন করা হয়েছে, যা ১,০৭১ কিলোওয়াট সবুজ বিদ্যুৎ উৎপাদন করছে, এবং এটি স্থানীয় সবুজ চাকরি ও দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হচ্ছে।

সূত্রঃ বিজনেস নিউজ ওয়েলস

এম.কে

আরো পড়ুন

লন্ডনে স্বস্তিকাযুক্ত ইসরায়েলের পতাকা টানিয়ে এক ব্যক্তি গ্রেপ্তার

হিটওয়েভে নারীদের ঝুঁকি বেশি: গবেষণা

ইউকে সরকার আশ্রয়প্রার্থী হোটেল হামলার ‘সহযোগী’