6.3 C
London
March 31, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যশীর্ষ খবর

সোশ্যাল মিডিয়ায় ‘দেশবিরোধী’ খবর প্রচারের দায়ে সৌদি অধ্যাপকের মৃত্যুদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ‘দেশবিরোধী’ খবর প্রচারের অভিযোগে সৌদি আরবে আওয়াদ আল-কুরনি নামে এক অধ্যাপককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬৫ বছর বয়সী আওয়াদ আল-কুরনি একজন আইনের অধ্যাপক। তাকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়। ওই বছর সংস্কারবাদীদের উপর ব্যাপক ধরপাকড় শুরু করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আল-কুরনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা বিস্তারিত জানিয়েছেন তার ছেলে কুরনি-নাসের। গত বছর সৌদি আরব ছেড়ে যুক্তরাজ্যে চলে যান নাসের। তিনি এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রত্যাশী।

সৌদির গণমাধ্যমগুলোতে আল-কুরনিকে একজন ‘বিপজ্জনক’ ধর্মীয় শিক্ষক হিসেবে তুলে ধরা হলেও তার অনুসারীদের দাবি, আল-কুরনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। টুইটারে তার ২০ লাখ ফলোয়ার।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

এআই ব্যবহার, যুক্তরাজ্যে চাকরি হারাতে পারে ৮০ লাখ মানুষ

বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির প্রথম সফল উড্ডয়ন

ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা!