2.6 C
London
January 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেন। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবেন।

ইউরোপের অন্যতম দেশ সুইডেন বছরের পর বছর ধরে নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের এ আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজারো বিদেশি শিক্ষার্থীদের কাছে স্বপ্নতুল্য।

সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম শেনজেন ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধান ভাষা সুইডিশ হলেও স্ক্যান্ডিনেভিয়ানদের প্রতি ১০ জনের ৯ জনই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন। পড়াশোনাসহ নিত্য জীবনযাত্রা এবং চাকরি ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য সুইডেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেন। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো নন-ইউরোপিয়ান দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৫।

কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি সুইডেনের বৃহত্তম ও প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ খ্রিষ্টাব্দে। এটি ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিভা ও উদ্ভাবনের মূল কেন্দ্র। কেটিএইচ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য স্বতন্ত্রভাবে দায়ী পাঁচটি বিদ্যালয়ে সংগঠিত। স্কুলগুলোর প্রত্যেকটি বেশ কয়েকটি বিভাগ, উৎকর্ষ কেন্দ্র এবং অধ্যয়ন প্রোগ্রামের প্রধান। কেটিএইচ ক্যাম্পাস হলো কেটিএইচ এর প্রধান ক্যাম্পাস ওস্টারমালম এলাকায় অবস্থিত।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী পরিবেশগত দিক থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপদ দেশ সুইডেন। পৃথিবীর শীর্ষস্থানীয় দূষণমুক্ত দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে থাকা এই দেশটির দূষণ সূচক মাত্র ১৭ দশমিক ৭। এ ছাড়া বিশ্বের সর্বাপেক্ষা ভ্রমণবান্ধব দেশগুলোর তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে এই নর্ডিক দেশটি।

বৃত্তির সুযোগ-সুবিধা—

· সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।

· নন-ইউরোপিয়ান যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

· স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

· একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

· দ্বিতীয় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই প্রথম বছরে সন্তোষজনক ফলাফল অর্জন করতে হবে;

· কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;

· ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ভিজিট করুন :  https://www.kth.se/en/studies/master/admissions/how-to-apply-for-masters-studies-1.68487

আবেদনের শেষ সময়ঃ

আগ্রহী প্রার্থিদের আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.kth.se/en/studies/master/admissions/scholarships/kth-scholarship-1.72827

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

এম.কে
৩০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

যে কারণে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন ড. বিজন

অনলাইন ডেস্ক

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ দিনের মধ্যে কমিটি

এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার