10.1 C
London
January 18, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

স্কুল ভ্যান নিয়ে যায়নি, স্কুলে যেতে চেয়ে ৩ ঘণ্টা পথ অবরোধ করল ১০ বছরের ছাত্রী

মধ্যপ্রদেশের বেতুল জেলায় এক ১০ বছরের স্কুলছাত্রী স্কুল ভ্যান না পেয়ে রাস্তার মাঝখানে বসে পড়েছেন, যার ফলে তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। বালিকাটি স্কুলে যেতে চেয়েছিল, কিন্তু পরিবার গত দুই বছর ভ্যান ভাড়া দেয়নি বলে স্কুল কর্তৃপক্ষ তাকে ভ্যানে তুলতে অস্বীকার করেছিল।
ছাত্রীর নাম সুরভী যাদব। পঞ্চম শ্রেণির এই ছাত্রী শিক্ষার অধিকার আইনের আওতায় তার স্কুলে শিক্ষালাভ শুরু করেছে। কিন্তু বাড়ি থেকে স্কুলের ১৮ কিলোমিটার পথ যেতে একমাত্র মাধ্যম হলো স্কুলের ভ্যান। ভ্যান না পাওয়ায় তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

সুরভী ক্ষোভে রাস্তার মাঝখানে বসে পড়েছিলেন এবং স্কুলে যেতে চাওয়ার দাবিতে অনড় ছিলেন। পুলিশ ঘটনাস্থলে আসলেও তাকে বোঝাতে পারেনি। অবশেষে তিন ঘণ্টা পর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়ায় সুরভী পথ থেকে সরে আসে।

এই ঘটনাটি গোটা দেশের মনোযোগ আকর্ষণ করেছে। ছোট্ট মেয়ের শিক্ষার প্রতি জিদ এবং তার অধিকার রক্ষার উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।

সূত্রঃ নীলকন্ঠ / স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি

অভিবাসী কর্মী নিয়োগে আসছে ‘ইইউ ট্যালেন্ট পুল’

জার্মানিতে সহজ হচ্ছে নাগরিকত্বের পথ