21.7 C
London
August 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্টর্ম ফ্লোরিসের তাণ্ডবের শঙ্কাঃ স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে হলুদ সতর্কতা জারি

যুক্তরাজ্যে সোমবার অস্বাভাবিক শক্তিশালী ঝড় স্টর্ম ফ্লোরিস (Storm Floris) আঘাত হানতে যাচ্ছে বলে সতর্ক করেছে মেট অফিস। এই ঝড়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ মাইল (১৩৭ কিমি) বেগে বাতাস বয়ে যেতে পারে, বিশেষ করে স্কটল্যান্ডের উন্মুক্ত উপকূলীয় এলাকা ও পাহাড়ি অঞ্চলে প্রবল আঘাত হানতে পারে এই ঝড়।
মেট অফিস জানিয়েছে, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, নর্থ ওয়েলস এবং উত্তর ইংল্যান্ডের ওপর সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হলুদ আবহাওয়া সতর্কতা (Yellow Weather Warning) জারি থাকবে। এই অঞ্চলে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের অন্যান্য অংশ, বিশেষত ইংল্যান্ড ও ওয়েলসে বাতাসের বেগ কিছুটা কম হলেও অস্বাভাবিকভাবে প্রবল থাকবে। ঝড়ের পথ ও গভীরতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মেট অফিস বলছে, সোমবার সন্ধ্যার দিকে পশ্চিম অঞ্চলে বাতাসের গতি কিছুটা কমে আসবে, তবে পূর্বাঞ্চলে মঙ্গলবার ভোর পর্যন্ত তীব্রতা বজায় থাকবে।

প্রবল বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে সড়ক ও আকাশপথে নানা ধরনের বিঘ্ন ঘটতে পারে।

স্টর্ম ফ্লোরিস হলো ২০২৪/২০২৫ মৌসুমের ষষ্ঠ নামকৃত ঝড়। এর আগে জানুয়ারির শেষ দিকে আঘাত হানা স্টর্ম ইওইন (Storm Éowyn) যা দুইজনের প্রাণহানি ঘটায় এবং ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

সাধারণত শরৎ ও শীত মৌসুমে ঝড়ের প্রকোপ বেশি দেখা যায়। তবে মেট অফিস বলছে, গ্রীষ্মকালেও এমন ঝড় হওয়া অস্বাভাবিক নয়।

শনিবার যুক্তরাজ্যের অধিকাংশ এলাকা শুষ্ক থাকবে। রোদ ঝলমলে আবহাওয়া বিদ্যমান থাকবে, তবে মধ্য ও পূর্ব ইংল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিকেলে স্থানীয়ভাবে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার শুষ্ক ও রোদেলা দিন কাটবে, সামান্য মেঘ ও হালকা বাতাস থাকতে পারে মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী। রবিবার কিছুটা বাতাস প্রবল বেগে বয়ে যেতে পারে। তবে বৃষ্টি সরে গিয়ে পরে রোদেলা আকাশ দেখা যাবে। এর পর সোমবার যুক্তরাজ্যে স্টর্ম ফ্লোরিস তাণ্ডব চালাবে।

আগামী কয়েকদিন তাপমাত্রা মৌসুমের গড় পর্যায়ে থাকবে, যা ২০ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

সূত্রঃ দ্য মিরর

এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

আইন ফার্ম বন্ধে SRA-এর ক্ষমতায় লাগাম চান যুক্তরাজ্যের প্রবীণ ব্যারিস্টার

সাদিক খানের ব্যর্থতায় লন্ডনে আবাসন কেলেঙ্কারিঃ অবৈধ HMO-তে মানবেতর জীবনযাপন

যুক্তরাজ্য নিয়ে রাশিয়ার বিষোদগার

নিউজ ডেস্ক