21.1 C
London
July 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্টারমারের অভিবাসন নীতি ব্যর্থঃ এক বছরে ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ ৪০ হাজারের বেশি

সাধারণ নির্বাচনের পর স্যার কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ছোট নৌকায় প্রবেশ করা অভিবাসীর সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে ৪৪,০৬৯ জন অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছেন, যেখানে ঋষি সুনাকের শেষ বছরে এই সংখ্যা ছিল ৩১,৩৬১।

ঋষি সুনাকের ৬১৮ দিনের শাসনে দৈনিক গড় অভিবাসন ছিল ৮২ জন, অথচ স্টারমারের আমলে এই সংখ্যা বেড়ে হয়েছে দৈনিক ১২০ জন। ২০২৫ সালেই ইতোমধ্যে ২০,৬০০ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছেন।

ক্ষমতায় এসেই স্টারমার রুয়ান্ডা প্রত্যাবাসন পরিকল্পনা বাতিল করেন, কিন্তু এর বিকল্প কোনো কার্যকর নীতি তিনি আনতে পারেননি। এই পরিকল্পনাকে আগে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলেও ঋষি সুনাক তা জরুরি আইন পাস করে চালু করেছিলেন।

মাইগ্রেশন অবজারভেটরির তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৫ পর্যন্ত এক বছরে প্রায় ৪২,০০০ জন চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন—যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি এবং ২০২২ সালের রেকর্ড ছোঁয়ার মতো।

সরকার প্রত্যাখ্যাত অভিবাসীদের অন্য দেশে ‘রিটার্ন হাবে’ পাঠানোর কথা বললেও কার্যত কোনো চুক্তি হয়নি। আলবেনিয়া স্পষ্টভাবে যুক্তরাজ্যের সঙ্গে এ ধরনের চুক্তিতে রাজি হয়নি। এছাড়া স্টারমার আশ্রয়প্রার্থীদের হোটেল ব্যবহারের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের সময়সীমা নির্ধারিত শুধু সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, অভিবাসন ঠেকাতে ফরাসি পুলিশ যাতে ফ্রান্সের জলসীমায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে, সে বিষয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে আইনি পরিবর্তনের চেষ্টা চলছে।

তিনি বলেন, “শিশুদের প্রাণহানির পরও যেসব নৌকা যুক্তরাজ্যে পৌঁছায়, সেইসব ঘটনায় জড়িত অভিবাসীদের বিচারের আওতায় আনা উচিত। এমন নৌকার প্রত্যেক যাত্রীকে যুক্তরাজ্য বা ফ্রান্স—যে দেশেই হোক—বিচার মুখে পড়া উচিত।”

মাইগ্রেশন অবজারভেটরি জানিয়েছে, ২০২৪ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৭৩ জন প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। ২০১৮ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই পথে প্রাণ হারিয়েছেন ১৪৭ জন।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি জুলাই মাসের শুরুতেই ১১টি ছোট নৌকায় ৬১৮ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। প্রতিটি নৌকায় গড়ে ৫৬ জন করে যাত্রী ছিল।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
০৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজনঃ নির্বাচনী কর্মকর্তাদের সংগঠন

মুদ্রাস্ফীতি ও শ্রমিক সংকটের জন্য ব্রেক্সিটকে দায়ী করেছেন একজন রাজনীতিবিদ

নিরাপত্তা চান যুক্তরাজ্যের রিটেইল ব্যবসায়ীরা