6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

স্বাস্থ্যকর্মীদের সংকটে ধুকছে যুক্তরাজ্য সরকার

গত বছরে প্রকাশ পাওয়া এক পর্যবেক্ষণে দেখা যায় ইংল্যান্ডের এনএইচএস হতে প্রায় ১,৭০,০০০ কর্মী  চাকুরি ছেড়ে চলে গিয়েছেন। যার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় দেখা দিতে পারে বিশাল সংকট বলে একজন পর্যবেক্ষক মত প্রকাশ করেন।
চাকুরি ছেড়ে যাওয়াদের মধ্যে ৪১,০০০ এরও বেশি নার্স ছিলেন। ২০১৯ সালের তুলনায় ২০২২ সালে ছেড়ে যাওয়া কর্মীদের সংখ্যা এক চতুর্থাংশেরও বেশি।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই জনবল সংকট মোকাবেলায় আরও কর্মী প্রশিক্ষণের পরিকল্পনা চালু করেছেন।
এনএইচএসের প্রধান নির্বাহী স্যার জুলিয়ান হার্টলি বলেছেন, “ মহামারী চলাকালীন এনএইচএস কর্মীরা দারুণ ভাবে পুরো দেশকে সার্ভিস দিয়ে গিয়েছেন। অতিরিক্ত কাজের চাপ ও অবকাশ নেয়ার সুযোগ না থাকা অনেক কর্মীকে করেছে ক্লান্ত। লোকদের চাকুরী ছেড়ে যাওয়ার ডেটা আসলেই উদ্বেগজনক।
পরিসংখ্যানে দেখা যায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১,৬৯,৫১২ জন কর্মীরা চাকুরী ছেড়েছে যা গত বছরের ১,৪৯,৬৭৮ জন থেকে অনেক বেশি।
এই সংখ্যা চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স কর্মী, পরিচালক, সহায়তা কর্মী এবং প্রযুক্তিগত কর্মীদের সহ সমস্ত কর্মীদের জন্য প্রযোজ্য বলে পর্যবেক্ষণ হতে জানা যায়।
নুফিল্ড ট্রাস্টের সিনিয়র ফেলো বিলি পামার বলেন এনএইচএসে হতে অনেক কর্মী অবসরে যাচ্ছেন বিধায় কর্মী সংকট দেখা দিচ্ছে।
সরকারের একজন মুখপাত্র জানান আমরা কর্মীদের শূন্য হওয়া স্থান দ্রুত পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এনএইচএস অভিজ্ঞ মানুষদের হারাচ্ছে যা অপূরণীয়।
এম.কে
০২ জুলাই ২০২৩

আরো পড়ুন

ব্রিটিশ বিজ্ঞানীর নথি ফাঁস: হাসপাতালে ভর্তির ঢল থামাতে বিধিনিষেধ কঠোরের পরামর্শ

অনলাইন ডেস্ক

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর নিয়ে যুক্তরাজ্যে বিরোধ

যুক্তরাজ্যে গৃহহীনরা পাচ্ছেন না সঠিক স্বাস্থ্যসেবা