TV3 BANGLA
আন্তর্জাতিক

হম্বিতম্বির পর ইসরায়েলের ‘দুর্বল’ হামলা ইরানে

ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার প্রায় এক সপ্তাহ পর ইহুদিবাদী দেশটি মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় শত্রুর ওপর হামলায় চালিয়েছে। তবে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা টানা কয়েক দিন পাল্টা হামলা নিয়ে হম্বিতম্বি করলেও হামলার ঘটনা ঘটেছে নিতান্তই সামান্য। দৃশ্যত তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসি একে বলেছে, ‘নগণ্য’ হামলা। আর একজন ইসরায়েলি প্রভাবশালী মন্ত্রী একে ‘দুর্বল’ হামলা বলে বিদ্রুপ করেছেন। ইসরায়েল অবশ্য প্রকাশ্যে এ হামলার কথা স্বীকার করেনি।

শুক্রবার সকালে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের আকাশে তিনটি রহস্যজনক বস্তুকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ধ্বংস করার কথা জানায় ইরান। এর আগে যুক্তরাষ্ট্রের অজ্ঞাতনামা কর্মকর্তারা দাবি করেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দিনশেষে ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ মেলেনি। হামলায় ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, জীবনযাত্রাও ছিল স্বাভাবিক।

বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়াতে চায় না গাজা যুদ্ধে কোণঠাসা ইসরায়েল। তা সত্ত্বেও ইসরায়েলের ভূখণ্ডে শনিবার হামলার পর থেকেই ইরান পাল্টা জবাবের আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছিল।

বিবিসির নিরাপত্তাবিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার লিখেছেন, গতকালের ‘সীমিত এবং নগণ্য’ ইসরায়েলি হামলার ব্যাপারে দেশটিতে খুবই মৃদু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোনো কোনো কর্মকর্তা তো এমনটাও বলেছেন, আদৌ এমন কিছু ঘটেইনি। কেউ আবার একে অল্প কয়েকটি কোয়াডকপ্টার (ড্রোন) দিয়ে চালানো ‘ব্যর্থ হামলা’ বলে ঠাট্টাও করছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
২১ এপ্রিল ২০২৪

বিভাগঃ বিশ্ব

আরো পড়ুন

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে ৬ লাখেরও বেশি কর্মী নেবে জার্মানী

গাজায় ফিলিস্তিনিদের থাকতে দিতে হবেঃ ব্লিঙ্কেন

স্নাতকোত্তর-পিএইচডি করুন ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়ে, প্রতিমাসে ৪০ হাজার টাকা