2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হাজারো ইইউ নাগরিকের বেনিফিট বন্ধ হবে আগামী মাসে

সেটেলড স্টেটাসে আবেদন না করায় ব্রিটেনে বসবাসরত কয়েক হাজার ইইউ নাগরিকের বেনিফিট আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে।

 

দ্য ইন্ডিপেনডেন্ট জানতে পেরেছে, প্রায় ৭০ হাজার ইউরোপিয়ান নাগরিক এই বিনিফিট গ্রহণ করছেন অথচ এখনও স্থায়ী বসবাসের আবেদন করেননি। ব্রেক্সিটের কারণে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইইউ নাগরিকদের ব্রিটেনে অবস্থান ও কাজ করার জন্য এই আবেদন দরকার, যার সময়সীমা গত জুনে শেষ হয়েছে।

 

ইন্ডিপেনডেন্টের অনুসন্ধানে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগের একটি চিঠি থেকে জানা যায়, যারা এখনও আবেদন করেননি অথচ বেনিফিটের দাবিদার, তাদেরকে সেপ্টেম্বরে চূড়ান্ত সতর্ক করা হবে। বেনিফিট বন্ধ করার আগে স্কিমে আবেদন করতে তাদেরকে একমাসের সময় দেওয়া হবে।

 

ব্রিটিশ সরকার বিলম্বে আবেদনের সুযোগ রাখলেও, বিশেষজ্ঞরা মনে করছেন, অনেকেই এই সময়ের মধ্যেও আবেদন করতে ব্যর্থ হবেন। বিশেষ করে, যাদের পেপারওয়ার্ক ও আইটি বিষয়ে দক্ষতা নেই তারা এতে বাদ পরবেন।

বিস্তারিত:

Thousands of EU citizens set to have benefits cut off from next month

 

৮ আগস্ট ২০২১
এনএইচ

 

আরো পড়ুন

অবকাঠামো খাতে ৬৫,০০০ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পণা ব্রিটিশ সরকারের

অবশেষে কার্ডে পেমেন্ট নেয়ার অনুমতি পাচ্ছে উবার

প্রিন্স উইলিয়ামস কি হতে যাচ্ছেন ভবিষ্যৎ রাজা!