10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান আজ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। আগের হামাস নেতার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ার হামাসের রাজনৈতিক শাখার প্রধান হবার আগে গাজায় হামাসের নেতার দায়িত্ব পালন করেছিলেন।

আজ বৃহস্পতিবার আল জাজিরার বরাতে জানা যায় ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর।

ইয়াহিয়া সিনওয়ার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের দখলদার শত্রুবাহিনীর সাথে সম্মুখ লড়াই করে বীরত্বপূর্ণ শাহাদাতের মর্যাদা লাভ করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

উল্লেখ্য যে, ১৯৬২ সালে গাজার খান ইউনিস শহরে জন্মগ্রহণ করা সিনওয়ারকে হামাসের সবচেয়ে অনমনীয় নেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পরপরই তিনি সংগঠনের নেতৃত্বে আসেন এবং পরের বছরই ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে চার দফা যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দীর্ঘ ২৩ বছর কারাগারে কাটিয়ে ২০১১ সালে এক বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পান সিনওয়ার। মুক্তি পাওয়ার পর ২০১২ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি হামাসের গাজা শাখার প্রধান হন। এরপর গত আগস্ট মাসে তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াহ শহীদ হওয়ার পর তিনিই হামাসের প্রধান হয়েছিলেন।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
১৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

গাজায় আহতদের চিকিৎসা দিতে চায় স্কটল্যান্ড

ছয় মাস পর বদলে যায় নাগরিকত্ব

বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু