5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব ও বিপ্লব কোথায়

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের আত্মগোপন করা চার শীর্ষ কর্মকর্তার অবস্থান নিয়ে সারাদেশে ‘টক অব দ্য টাউন’ চলছে। তারা হলেন এসবি’র সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিবি’র সাবেক প্রধান হারুন অর রশীদ ও ডিএমপি’র সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থান ভারতের রাজধানী দিল্লীতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে। দুই দিন আগে দিল্লীর একটি ডিপার্টমেন্টাল স্টোরে মনিরুল ইসলামকে কেনাকাটা করার একটি ছবি প্রকাশ হয়েছে। ছবির সূত্র ধরে বলা হচ্ছে মনিরুল ইসলাম দিল্লীতে আত্মগোপন করেছেন।

অন্যদিকে, মঙ্গলবার ঢাকার একটি ইংরেজি দৈনিকে ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন।

 হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ‘ম্যানেজ’ করে দেশ ছেড়ে চলে গেছেন। ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণঅভ্যূত্থানের পর হারুন অর রশিদ নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে যান। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করছেন। সেখানকার একটি ভবনের সম্মেলনকক্ষে হারুন অর রশিদ বসে রয়েছেন- এমন একটি ছবি ইংরেজি ওই দৈনিক প্রকাশ করেছে।

অপরদিকে, ৫ আগষ্ট সরকার পতনের দিন বিকালে ২৬ তলা বিশিষ্ট পুলিশ সদর দপ্তরের ছাদের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে। ওই হেলিকপ্টারে করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ছয় জন শীর্ষ কর্মকর্তা পালিয়ে যান। পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করা হলেও বাকিরা রয়ে যান অধরা।

ওই তথ্যের সূত্র ধরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, হারুন অর রশিদ ও বিপ্লব কুমার সরকার দেশ ত্যাগ করেন। এদের মধ্যে হারুন ছাড়া বাকিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

এম.কে
০৯ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

মানুষের মলমূত্র থেকে তৈরি সার নিরাপদ: গবেষণা

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস