15.1 C
London
July 21, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হারুনকে বদলি, ডিবিতে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে বিপ্লবকে এই দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে ডিএমপির গোয়েন্দা শাখা–উত্তরে বদলি করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা–উত্তরের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে এক আদেশে ডিএমপি গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান।

এম.কে
৩১ জুলাই ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশে ফ্লাইট চলাচল বাতিল করল ওমান এয়ার

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: মার্কিন গোয়েন্দাপ্রধান