14.7 C
London
October 7, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারতঃ বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষ‌য়ে জান‌তে চাইলে বিক্রম মি‌শ্রি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়।

তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি যে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে, সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কি- না, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন বিক্রম মিশ্রিকে।

জবাবে তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করবো।

সূত্রঃ আমার দেশ

এম.কে
০৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন অধ্যাপক আলী রীয়াজ

কথা রাখছেন প্রবাসীরা, সেপ্টেম্বরেও পাঠালেন ২৪০.৫ কোটি ডলার

সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাজনৈতিক কর্মী খুন

নিউজ ডেস্ক