হিথ্রোতে সময় মতো ফ্লাইট ধরতে মরিয়া যাত্রীদেরকে স্যুটকেস নিয়ে হেঁটে রওনা দিতে দেখা গেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) এই দৃশ্য দেখা গেছে বলে রিপোর্ট করে এক্সপ্রেস ডট ইউকে। এয়ারপোর্টের একটি মূল টানেল সারাদিন অবরুদ্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়, একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।
অক্সফোর্ড বাস কোম্পানি টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছে, হিথ্রো সিবিএস টানেলে একটি বাস অচল হয়ে গেলে সেখানকার সব ফ্লাইট ভয়াবহ বিলম্বের মধ্যে পরে।
কিছু গাড়ি চালক দুই ঘণ্টা রাস্তায় আটকে থাকার অভিযোগ করেন। কিছু চালক মাই লন্ডনকে বলেছে যে তারা দেড় ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন: ‘লোকেরা কাঁধে শক্ত স্যুটকেস নিয়ে হাঁটছে – এটি মারাত্মক।’
হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে লোকেদের ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটতে বলা হয়নি, এটি তারা নিজস্ব উদ্যোগে করেছে।
তিনি এক্সপ্রেস ডট ইউকে’কে বলেন, ভাঙা যানবাহন এখন সরানো হয়েছে এবং টানেল দিয়ে আবার যানবাহন অবাধে চলাচল করছে।
তারা আরও জানিয়েছে, গাড়িটি উদ্ধারের সময় পুলিশ এবং ল্যান্ডসাইড সহকর্মীরা পাশে ছিলেন এবং যাত্রীদের নিরাপদে চলাচল করতে সহায়তা করেছিলেন।
এর আগে। গত শুক্রবার ঝড় ইউনিস দেশের দক্ষিণ-পূর্বে আঘাত হানার কারণে বিমানবন্দরটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল।
২২ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ