TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হিথ্রোতে বাতিল হলো ১০০ মিলিলিটারের তরল সীমা, নিরাপত্তা তল্লাশিতে যুগান্তকারী পরিবর্তন

ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবন্দর হিথ্রোতে যাত্রীদের জন্য নিরাপত্তা তল্লাশির নিয়মে বড় পরিবর্তন কার্যকর হয়েছে। সব টার্মিনালে নতুন প্রজন্মের উচ্চপ্রযুক্তির সিটি (CT) স্ক্যানার পুরোপুরি চালু হওয়ায় এখন যাত্রীরা ব্যাগে সর্বোচ্চ দুই লিটার পর্যন্ত তরল বহন করতে পারবেন।

 

একই সঙ্গে ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যাগ থেকে বের করতে হবে না এবং তরলের জন্য আলাদা স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে তারাই প্রথম সব টার্মিনালে একযোগে এই নতুন স্ক্যানিং প্রযুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করেছে। তবে যুক্তরাজ্যে এই প্রযুক্তি ব্যবহারে হিথ্রোই প্রথম নয়। এর আগে গ্যাটউইক, এডিনবরো ও বার্মিংহাম বিমানবন্দর নতুন স্ক্যানার বসিয়ে তরলের সীমা দুই লিটারে উন্নীত করেছিল।

বর্তমানে যুক্তরাজ্যের অধিকাংশ বিমানবন্দরে যাত্রীরা ব্যাগে ১০০ মিলিলিটার পর্যন্ত তরল রাখতে পারলেও সেগুলো আলাদা করে বের করা বা স্বচ্ছ প্লাস্টিক ব্যাগে রাখার প্রয়োজন নেই। ব্রিস্টল ও বেলফাস্ট বিমানবন্দরও তরলের সীমা দুই লিটারে উন্নীত করেছে। তবে যেসব বিমানবন্দরে নতুন স্ক্যানার বসানো হয়েছে, তাদের অনেকেই এখনো পরিবহন মন্ত্রণালয় (DfT)-এর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে তরলের সীমা বাড়ানোর জন্য।

ভোক্তা অধিকার সংগঠন ‘উইচ?’–এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্ক্যানারগুলোর সংবেদনশীলতা তুলনামূলক বেশি হওয়ায় কিছু বিমানবন্দরে স্ক্যানের পর হাতে ধরে ব্যাগ তল্লাশির হার বেড়েছে। এতে যাত্রীদের সময় বেশি লাগছে বলে অভিযোগ উঠেছে।

হিথ্রোর দাবি, নতুন স্ক্যানারগুলো কেবিন ব্যাগের আরও স্পষ্ট ও বিস্তারিত ছবি দিতে সক্ষম এবং উচ্চ নিরাপত্তা বজায় রেখেই প্রতি ঘণ্টায় হাজার হাজার যাত্রীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে এই নিয়ম পরিবর্তন কেবল হিথ্রো থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তরাজ্যে ফেরার সময় যাত্রীদের সংশ্লিষ্ট বিমানবন্দরের নিরাপত্তা বিধি আগেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যজুড়ে নতুন স্ক্যানার চালুর উদ্যোগ গত কয়েক বছরে নানা জটিলতার মধ্য দিয়ে গেছে। ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছিলেন, ২০২২ সালের শেষ নাগাদ ১০০ মিলিলিটারের তরল সীমা তুলে নেওয়া হবে। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এরপর ২০২২ সালের ডিসেম্বরে কনজারভেটিভ সরকার জানায়, ২০২৪ সালের জুনের মধ্যে ‘দশকের সবচেয়ে বড় বিমানবন্দর নিরাপত্তা সংস্কার’-এর অংশ হিসেবে আধুনিক স্ক্যানিং যন্ত্র বসানো হবে। তৎকালীন পরিবহনমন্ত্রী মার্ক হার্পার বলেছিলেন, “ছোট ছোট টয়লেট্রির যুগ প্রায় শেষ।”

বাস্তবে দেখা যায়, বড় বিমানবন্দরগুলোর পক্ষে নির্ধারিত জুন ২০২৪ সময়সীমা পূরণ করা সম্ভব হয়নি। যদিও কম লেন থাকা কয়েকটি ছোট বিমানবন্দর সময়ের আগেই স্ক্যানার বসাতে সক্ষম হয়েছিল। পরে ২০২৪ সালের ১৩ জুন সরকার নির্দেশ দেয়, যেসব ছোট বিমানবন্দর ইতোমধ্যে ১০০ মিলিলিটারের নিয়ম তুলে নিয়েছিল, তাদের আবার সেই নিয়ম কার্যকর করতে হবে।

এতে বিমানবন্দর পরিচালকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। একই বছর ইউরোপীয় ইউনিয়নও পুনরায় ১০০ মিলিলিটারের নিয়মে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।

এই সিদ্ধান্তগুলোর ফলে দীর্ঘদিন ধরেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। গত গ্রীষ্মে পরিবহনমন্ত্রী যাত্রীদের ১০০ মিলিলিটারের নিয়ম মেনেই প্রস্তুত থাকার আহ্বান জানান। হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবি বলেন, এক বিলিয়ন পাউন্ড ব্যয়ে নেওয়া উন্নয়ন প্রকল্পের ফলে যাত্রীরা “নিরাপত্তা প্রস্তুতিতে কম সময় ব্যয় করে ভ্রমণ উপভোগে বেশি সময় দিতে পারবেন।”

বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০টি বিমানবন্দরের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটে তরলের ১০০ মিলিলিটার সীমা তুলে নেওয়া একমাত্র বিমানবন্দর এখন হিথ্রো। পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নতুন প্রজন্মের নিরাপত্তা সরঞ্জাম যাত্রীদের জন্য নিরাপত্তা পরীক্ষা আরও মসৃণ করতে সহায়তা করবে। তবে যাত্রীদের এখনো ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমানবন্দরের নিয়ম যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ট্রাভেল এজেন্টদের সংগঠন ‘অ্যাডভান্টেজ ট্রাভেল পার্টনারশিপ’ জানিয়েছে, বিমানবন্দরগুলো নিজ নিজ সময়সূচি অনুযায়ী নিয়ম পরিবর্তন করায় যাত্রীদের মধ্যে “বিভ্রান্তি ও হতাশা” বাড়ছে। সংস্থাটির প্রধান নির্বাহী জুলিয়া লো বু–সেইড বলেন, সরকার ও বিমানবন্দরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্পষ্ট ও একক বার্তা দেওয়া জরুরি, যাতে যাত্রীদের ভোগান্তি কমে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

লকডাউন জরিমানা চালিয়ে যেতে পুলিশকে নির্দেশনা প্রীতি প্যাটেলের

যুক্তরাজ্যে সরকারি তদন্তের পর কলেজের স্টুডেন্ট ফাইন্যান্স ঋণ অনুদান বাতিল

ভুয়া পাসপোর্টে ব্রিটেনে ঢোকার চেষ্টাঃ ম্যানচেস্টারে ভয়ংকর ইরানি পাচার চক্র ভেঙে দিল পুলিশ