18 C
London
September 19, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

১০০ সন্তানের বাবা হওয়ার দাবি টেলিগ্রাম সিইওর, নেপথ্যে কী

অবিবাহিত অবস্থায় ১০০ সন্তানের বাবা হওয়ার দাবি করেছেন টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। ৩৯ বছর বয়সী এই সিইও বলেন, একশোর বেশি সন্তানের বায়োলজিক্যাল বাবা তিনি।

এখনও বিয়ে করেননি, সেইসঙ্গে একা থাকতে ভালোবাসেন পাভেল দুরভ। তিনি নিজেই বায়োলজিক্যাল বাবা হওয়ার নেপথ্যে কারণ গণমাধ্যমকে জানিয়েছেন। দুরভ বলেন, বছর পনেরো আগে তাকে এক অদ্ভুত প্রস্তাব দেন তার এক বন্ধু। সন্তান উৎপাদন ক্ষমতায় সমস্যার জন্য বন্ধু ও তার স্ত্রী সন্তানের জন্ম দিতে পারছিলেন না। সেইসময় ওই বন্ধু তাকে একটি ক্লিনিকে গিয়ে এই দম্পতির জন্য শুক্রাণু দান করার কথা বলেন। যাতে বন্ধু ও তার স্ত্রী সন্তানের বাবা-মা হতে পারেন। প্রথমে কথাটা হেসে উড়িয়ে দেন দুরভ। কিন্তু, বন্ধুকে দেখে বোঝেন যে সে গুরুত্ব দিয়েই বিষয়টি বলছেন।

জীবনে প্রথমবারের মতো শুক্রাণু দান করতে গিয়ে দুরভ জানতে পারেন, উচ্চমানের শুক্রাণু খুবই কম পাওয়া যায়। এবং আরও দম্পতিকে সন্তান-সুখ দিতে নাম গোপন রেখে শুক্রাণু দান করা উচিত। তারপর থেকে শুক্রাণু দান শুরু করেন দুরভ। তিনি বলছেন, ‘অতীতে দান করা আমার শুক্রাণু থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২টি দেশের একশোর বেশি দম্পতির সন্তান হয়েছে। আমি অনেকদিন শুক্রাণু দান বন্ধ করেছি। কিন্তু, এখনও অন্তত একটি আইভিএম ক্লিনিকে আমার শুক্রাণু সংরক্ষিত আছে।’

সেইসঙ্গে টেলিগ্রামের সিইও আরও বলেন, এবার তিনি তার ডিএনএ প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন, যাতে তার সন্তানরা ভাই-বোন হিসেবে নিজেদের খুঁজে নিতে পারে। শুক্রাণু দান করে নিজের দায়িত্ব পালন করেছেন বলেও দাবি করেন দুরভ। তার কথায়, ‘নিজের দায়িত্ব পালন করে তিনি গর্বিত। বিশ্বজুড়ে উচ্চমানের শুক্রাণুর অনেক চাহিদা রয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী পুরুষদের এই কাজে এগিয়ে আসা দরকার।’ এভাবে, বিয়ে না করেও কীভাবে অনেক সন্তানের বাবা হওয়া সম্ভব সেই রহস্য উম্মোচন করেন তিনি।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
৩১ জুলাই ২০২৪

আরো পড়ুন

কোভিডের নতুন ‘ভয়ংকর’ ভ্যারিয়েন্ট সম্পর্কে যা জানা গেছে

অনলাইন ডেস্ক

জাপানে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই নিয়ে নিচ্ছে প্রাণ

এশিয়ার সেরা ৫০ রেস্তোরাঁর তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক