TV3 BANGLA
বাকি বিশ্ব

১৩০ বছর বয়সে হজ, সৌদিতে উষ্ণ অভ্যর্থনা পেলেন আলজেরীয় বৃদ্ধা

সৌদি আরবে হজ করতে গিয়ে অভাবনীয় অভ্যর্থনা পেলেন আলজেরিয়ার এক বৃদ্ধা। তিনি একজন অতি সাধারণ নারী হলেও আলাদা গুরুত্ব পাওয়ার কারণ তার বয়স। বলা হচ্ছে, এ বছর হজযাত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। তার বয়স ১৩০ বছর!

আলজেরিয়ার অধিবাসী সারহৌদা সেটিত সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করেছে আকাশ পরিবহন সেবাদাতা সংস্থাটি। সৌদিয়া গ্রুপ অফিশিয়াল এক্স হ্যান্ডলে তার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।

এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন সারহৌদা।

সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজ যাত্রীদের আগমন শুরু হয়েছে।

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য হজ হলো পবিত্র মক্কা শহরের বার্ষিক তীর্থযাত্রা। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজব্রত পালন করা অবশ্য কর্তব্য।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৩ জুন ২০২৪

আরো পড়ুন

গাজা যুদ্ধে যেতে আপত্তি করায় ইসরায়েলি তরুণের কারাদণ্ড

সিঙ্গাপুরে নতুন জব ভিসা, মাসিক বেতন ৩০ হাজার ডলার

খ্যাতিমান আমেরিকান মিক্সড মার্শাল আর্ট যোদ্ধা জেফ মনসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

নিউজ ডেস্ক