TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

২ কোটি রুপিতে চেন্নাইয়ে মুস্তাফিজ

আইপিএলের আসছে আসরে নতুন ঠিকানায় যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

প্রতিযোগিতাটির আগের দুই আসরে আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।

মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স, নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ও বিসিবির কাছ থেকে পুরো মৌসুম খেলার ছাড়পত্র না পাওয়ায় তাকে কেনার সম্ভাবনা ছিল আরও কম। এরপরও শেষ পর্যন্ত দল পেলেন তিনি।

মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে নাম লিখিয়েছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। কিন্তু নিলামের আগের দিন সোমবার তারা নাম প্রত্যাহার করে নেন। তার মানে এবারের আইপিএল নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হলেন মুস্তাফিজই।

এম.কে
২০ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

প্যানডেমিক যুগের সবচেয়ে কঠোর লকডাউন যুক্তরাজ্যে!

অনলাইন ডেস্ক

অভিবাসীদের জন্য নির্ধারিত হোটেলের বিরোধীতায় ব্রিটিশ মন্ত্রী

নেপালে ফের বড় মাত্রার ভূমিকম্প, কাঁপলো দিল্লিও