12.7 C
London
April 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

২০২২-এর আগে নতুন কোনো বিধিনিষেধ নয়

নতুন বছরের আগে ইংল্যান্ডে আর কোনও করোনভাইরাস বিধিনিষেধ চালু হবে না, পরিস্থিতির সর্বশেষ তথ্য পর্যালোচনার পর জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

 

সাজিদ জাভিদ বলেন, মানুষের সতর্ক থাকা উচিত। যারা ২০২২ উদযাপন করতে চান, তারা আগে থেকেই কোভিড টেস্ট করিয়ে নিন। ওমিক্রন ভেরিয়েন্টটি এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে এটি সমস্ত নতুন কোভিড কেসের ৯০ শতাংশের জন্য দায়ী।

 

সোমবার (২৭ ডিসেম্বর) এই কথা বলেন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ।

 

সেদেশের কোভিড চিত্র সম্পর্কে চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্সের সাথে প্রধামন্ত্রী বরিস জনসনের কথা হওয়ার পরে স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে এই মন্তব্য আসে।

 

২৭ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ঋষি সুনাকের দলের ভরাডুবি, এক ধাক্কায় তিনে কনজারভেটিভ

এখনও করোনার ভয়ংকর রূপ দেখা বাকি: বিল গেটস

ব্রিটেনের রাজা চার্লসের চেয়েও ধনী প্রধানমন্ত্রী ঋষি ও তার স্ত্রী