TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২০৩০ সালের মধ্যে ১ কোটি কর্মীকে এআই দক্ষতায় প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্য সরকার ও শিল্পখাতের যৌথ উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দক্ষতা উন্নয়নে এক যুগান্তকারী সম্প্রসারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে দেশের ১ কোটি কর্মীকে এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে যুক্তরাজ্যের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক বিনামূল্যে এআই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুনভাবে সম্প্রসারিত AI Skills Boost কর্মসূচির মাধ্যমে কর্মক্ষেত্রে ব্যবহারযোগ্য বাস্তব এআই দক্ষতা শেখানো হবে। সরকার অনুমোদিত ও নতুন মানদণ্ডভিত্তিক এই কোর্সগুলোতে অংশগ্রহণকারীরা লেখা তৈরি, কনটেন্ট উৎপাদন, প্রশাসনিক কাজ এবং সাধারণ এআই টুল ব্যবহারে দক্ষতা অর্জন করবেন। কোর্স সম্পন্নকারীরা পাবেন সরকারি স্বীকৃত ভার্চুয়াল AI Foundations ব্যাজ।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্যকে G7 দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত এআই গ্রহণকারী রাষ্ট্রে পরিণত করা। সরকারের ধারণা অনুযায়ী, এআইয়ের ব্যাপক ব্যবহার কর্মীদের রুটিন কাজ থেকে মুক্ত করবে, উচ্চ-দক্ষতার নতুন চাকরি তৈরি করবে এবং বছরে প্রায় £১৪০ বিলিয়ন অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করতে পারে।

এআই প্রশিক্ষণ কর্মসূচিতে বড় পরিসরে যুক্ত হচ্ছে সরকারি ও বেসরকারি খাত। NHS, স্থানীয় সরকার কর্মচারী, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার (SME) কর্মীরা এই কর্মসূচির প্রধান উপকারভোগীদের মধ্যে থাকবেন।

নতুন অংশীদার হিসেবে যুক্ত হয়েছে British Chambers of Commerce, Cisco, CBI, DWP, NHS, techUK সহ একাধিক প্রতিষ্ঠান। এর ফলে দেশের মোট কর্মশক্তির প্রায় এক-তৃতীয়াংশ মানুষকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।

এআইয়ের কারণে ভবিষ্যৎ শ্রমবাজারে যে পরিবর্তন আসবে, তা মোকাবিলায় সরকার চালু করেছে AI and the Future of Work Unit। এই নতুন ইউনিট ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন ও বিশেষজ্ঞদের নিয়ে এআইয়ের অর্থনৈতিক ও শ্রমবাজারে প্রভাব বিশ্লেষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী সরকারকে নীতিগত পরামর্শ দেবে। লক্ষ্য হলো—অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের সুরক্ষা ও দক্ষতা রূপান্তর নিশ্চিত করা।

এই কর্মসূচির পাশাপাশি সরকার £২৭ মিলিয়ন TechLocal তহবিল ঘোষণা করেছে, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রযুক্তি খাতে নতুন চাকরি সৃষ্টি, গ্র্যাজুয়েট ট্রেইনি ও পেশাগত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এছাড়া ৯টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে Spärck AI Scholarship, যেখানে মেধাবী AI ও STEM শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করা হবে।

বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী লিজ কেন্ডাল বলেন, এআইয়ের পরিবর্তন অনিবার্য হলেও এর সুফল যেন সবাই পায় তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমেই জনগণ এআইয়ের সুযোগ কাজে লাগাতে পারবে।

সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাজ্য শুধু এআই প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং এআই-ভিত্তিক অর্থনীতি ও দক্ষ মানবসম্পদের ক্ষেত্রেও বৈশ্বিক নেতৃত্বের অবস্থানে পৌঁছাবে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে

আরো পড়ুন

ইংল্যান্ডের কাউন্সিলগুলো স্পেশাল এডুকেশন শিক্ষার্থীদের পরিবহনে দ্বিগুণ ব্যয় করছে

ব্রিটেনের ফারলো স্কিমে সময় বাড়লো আরও ১ মাস

নিউজ ডেস্ক

লন্ডনের অভিবাসীদের ভয়ের মধ্যে ঐক্যের ডাক দিলেন মেয়র সাদিক খান