-1.5 C
London
January 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

২১ হাজার বিদেশি কাজ করছে বাংলাদেশে

বাংলাদেশে ২১ হাজারের মতো বিদেশি নানা কাজে যুক্ত রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক, তারপরের অবস্থানে রয়েছে ভারতীয়রা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওয়ার্ক পারমিট নিয়ে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছেন। এই বিদেশিরা নানা উন্নয়ন প্রকল্প, শিল্পকারখানা, এনজিওসহ বিভিন্ন সংস্থায় কাজ করছেন।

 

 

 

 

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের মধ্যে সর্বাধিক ৬ হাজার ৭৫ জন চীনের। ভারতের নাগরিক রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।

এছাড়া রাশিয়ার দুই হাজার ৪৬৮ জন, শ্রীলঙ্কার এক হাজার ২৪৬ জন, দক্ষিণ কোরিয়ার ৯২৪ জন, জাপানের ৫৫৭ জন, পাকিস্তানের ৪১৬ জন, ফিলিপিন্সের ৪৬০ জন, থাইল্যান্ডের ৩৯৯ জন, বেলারুশের ৩৭৮ জন, কাজাখস্থানের ২৬৯ জন, যুক্তরাষ্ট্রের ১৬৮ জন, মালয়েশিয়ার ১২৩ জন, ইন্দোনেশিয়ার ১০৮ জন বাংলাদেশে কর্মরত আছেন বলে সরকারের দেয়া তথ্যে জানা যায়।

এম.কে
১৫ জুন ২০২৩

আরো পড়ুন

ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর

ছাত্রলীগের সাবেক সম্পাদক পান্না ভারতে পালানোর সময় মারা গেছেন