4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

২৮ অক্টোবর ঘিরে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক দলগুলোর ডাকা সমাবেশ সংঘর্ষে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ঢাকার মার্কিন ও যুক্তরাজ্য দূতাবাস। তাই নিরাপদে চলাচলের স্বার্থে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস।

যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলতে এবং ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় এ কথা বলা হয়।

ভ্রমণ ব্রিটিশ নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২৮ অক্টোবর ঢাকা এবং সারা দেশে রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ ও বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নিতে পারে।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

এম.কে
২৭ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

No Human is Illegal | March 18

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণায় লন্ডনের এক ব্যক্তির কারাদণ্ড

নিউজ ডেস্ক

কলকাতা থেকে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ