TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নেচে গ্রেপ্তার ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী

ডিউটিতে উপস্থিত না হয়ে উড়োজাহাজের ওয়াশরুমে নগ্ন হয়ে উদ্দাম নাচের অভিযোগ উঠেছে এক পুরুষ কেবিন ক্রু’র বিরুদ্ধে। গত এক জুন রোববার যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘটেছে এ ঘটনা।

রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল এই উড়োজাহাজটি। যাত্রাপথে এমন ঘটনা ঘটার পর শোরগোল বাঁধে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীদের মধ্যে। পুলিশ ইতোমধ্যে সেই ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, উড়োজাহাজটি মাঝ আকাশে উঠে যাওয়ার পরও সেই কর্মী নিজের ডিউটিতে উপস্থিত হতে পারেননি। এর ফলে সময়মত খাবার ও পানীয় পরিবেশন না করায় সহকর্মীরা তাকে খুঁজতে উড়োজাহাজে তল্লাশি করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই কর্মীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া যায় কেবিনের বাথরুমে, সেখানে তিনি দিগ্বিদিকশূন্য হয়ে নাচছিলেন।

এই ঘটনায় সেই কর্মীর এক সহকর্মী সাংবাদিকদের বলেছেন, “আমার মনে হয় তার যখন কাজ করার কথা, তিনি তখন কোনও ট্যাবলেট খেয়েছিলেন। এটা ভাবাই যায় না কীভাবে তিনি এমন করলেন। আটলান্টিক মহাসাগরের উপর মাটি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ে যাচ্ছিল উড়োজাহাজটি। কিন্তু এই মানুষটিকে দেখে অদ্ভুত লাগছিল।”

তিনি জানান. নগ্ন সহকর্মীকে দেখা মাত্র অন্য কর্মীরা তার গায়ে বাড়তি ফার্স্ট ক্লাস পায়জামা ছুঁড়ে দেন, আর তারপর তারাই তাকে ফার্স্ট ক্লাস কামরায় নিয়ে যান। আর সেখানেই তাকে রেখে দেওয়া হয় বাকি সাড়ে দশ ঘণ্টার যাত্রার জন্য।

উড়োজাহাজ অবতরণ করার পরে তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয় এবং উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয়। এরপরেই পুলিশ সেই উড়োজাহাজ কর্মীকে গ্রেপ্তার করে। ব্রিটিশ এয়ারওয়েজের এক কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করবে এবং তদন্তের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ওই কর্মী কাজে যোগ দিতে পারবেন না।

কিছু দিন আগে ব্রিটিশ এয়ারওয়েজের এক তরুণী ক্রুকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। শ্রীলঙ্কায় ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচারের অভিযোগে শুক্রবার কলম্বোর একটি আদালতে পেশ করা হয়েছিল দক্ষিণ লণ্ডনের কুলসডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি-কে। ব্যাঙ্কক থেকে আসার পরে গত ১১ মে বন্দরনায়েকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রঃ নিউজ১৮

এম.কে
১০ জুন ২০২৫

আরো পড়ুন

পদত্যাগের ঘোষণায় যা বললেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

ইউএনএইচসিআর আদালতে মিথ্যাচার করছে, অভিযোগ রুয়ান্ডার

“রুয়ান্ডা এড়াতে আত্মগোপন করতে পারেন আশ্রয়প্রার্থীরা”

অনলাইন ডেস্ক