22.8 C
London
August 13, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

৪ মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

রাজধানীর তেজগাঁও, মতিঝিল ও পল্টন থানায় এবং গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক চার মামলায় খালাস পেয়েছেন শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এসব মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে তাকে খালাস দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বলেন, এ মামলায় সাক্ষীরা আদালতে ঘটনার বিষয়ে কিছু বলতে পারেননি। শুধুমাত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে বিচারক তাকে মামলার দায় থেকে খালাস দিয়েছেন।

২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাছা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তেজগাঁও, মতিঝিল ও পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও তিন মামলা হয়। তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা বক্তব্য দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে গত বছরের ৪ নভেম্বর কারামুক্ত হন।

এম.কে
০৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেনঃ অ্যাটর্নি জেনারেল

আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ

কলকাতা দখলে ঢাকা থেকে আসছে ৩ লাখ রিকশা : হাস্যকর দাবি শুভেন্দুর