6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত

ইসরাইলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। জেরুজালেম ইসলামিক ওয়াকফ রোববার এ তথ্য জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

মুসলমানদের দ্বিতীয় উৎসব কুরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহাতেও কড়াকড়ি অবস্থানে ছিল ইসরাইলি সেনারা। এমনকি ঈদের দিন কুরবানি করতেও বাঁধা দিয়েছে দখলদার বাহিনী।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় নামাজ আদায়ে আসা-যাওয়ার পথে অনেকে ইসরাইলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।

গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। যা এখনো অব্যাহত আছে। ভয়াবহ নৃশংসতার মধ্যেই ঈদুল ফিতরের পর ঈদুল আজহা উদযাপন করছে ফিলিস্তিনের অসহায় মানুষ।

সূত্রঃ আনাদোলু

এম.কে
১৭ জুন ২০২৪

আরো পড়ুন

ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে নিউ ইয়র্ক টাইমস, গোপন নথি ফাঁস

চীনকে ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান

কী হবে কাল পাকিস্তানে, দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধের ইঙ্গিত