3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।

রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অপসারণ করা হয়।

সোমবার আরেকটি প্রজ্ঞাপনে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ৬৪ জেলা পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ৪০ জনের বেশি ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

যেসব জেলা পরিষদের চেয়ারম্যানরা অপসারিত হয়েছেন সে জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।

নাটোর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে পদটি শূন্য ঘোষিত হয়।

এদিকে সোমবার এক প্রজ্ঞাপনে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য জেলায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা।

এর আগে গত ১৬ আগস্ট ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।

এ সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

এম.কে
১৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের প্রায় দেড় লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব

অর্ধযুগ পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার