7 C
London
February 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৮৫টি শরিয়া আদালত, পশ্চিম বিশ্বের ‘ইসলামিক রাজধানী’ ব্রিটেন!

যুক্তরাজ্য খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ অথচ সেই ব্রিটেনেই শরিয়া আদালতের সংখ‌্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৫টিতে। শুধু সংখ‌্যাবৃদ্ধিই নয়, এক্ষেত্রে শরিয়া কাউন্সিলগুলির সমাজে প্রভাব চোখে পড়ার মতো। যার জেরে আক্ষরিক অর্থেই ব্রিটেন বর্তমানে শরিয়া আদালতের পশ্চিমি রাজধানী হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ এবং উত্তর আমেরিকার বহু মুসলিম আজকাল বিয়ে বা পরিবার সংক্রান্ত বিষয়ে আইনি সমাধান চেয়ে এই আদালতগুলিরই দ্বারস্থ হচ্ছে। এহেন পরিস্থিতি বিচার করে রীতিমতো উদ্বিগ্ন ন‌্যাশনাল সেকুলার সোসাইটি।

খ্রিস্টান-প্রধান দেশে যেখানে আইনি বিবাদ নিষ্পত্তির জন‌্য নির্দিষ্ট আইন-কানুন ব‌্যবস্থা রয়েছে। সেখানে আদালত ছেড়ে শরিয়া আদালতগুলির প্রতিপত্তি এভাবে বেড়ে যাওয়াকে মোটেই ভালভাবে দেখছে না ন‌্যাশনাল সেকুলার সোসাইটি।

প্রসঙ্গত, ব্রিটেনে প্রথম শরিয়া কাউন্সিলের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮২ সালে। গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল‌্যান্ডের ইসলামিক শরিয়া কাউন্সিল রয়েছে পূর্ব লন্ডনে। এটি একটি রেজিস্টার্ড চ্যারিটি, যেখানে মুসলিমদের ‘নিকাহ’ (বিয়ে), তালাক (স্বামীর তরফে বিচ্ছেদের দাবি) এবং খুলা (স্ত্রীর তরফে বিবাহ-বিচ্ছেদের দাবি) সংক্রান্ত মামলার শুনানি হয়।

সেকুলার সোসাইটির উদ্বেগের মূল কারণ শরিয়া কাউন্সিলগুলির বিচারে ‘নিকাহ মুত’হ’-কেও (বিশেষ ধরনের বিয়ে) প্রাধান‌্য দেওয়া হয়, যা নিয়ে স্বয়ং মুসলিম সমাজেই নারীদের একটি বড় অংশের আপত্তি রয়েছে। এছাড়াও অন‌্যান‌্য বিতর্কিত আইনও রয়েছে বলে মত জানিয়েছেন সেকুলার সোসাইটি। ব্রিটেনের এই সমস্ত শরিয়া আদালতগুলির প্রধান পদে একের বেশি মুসলিম বিজ্ঞ ব্যক্তিরা থাকেন এবং পুরুষরাই সংখ‌্যাগরিষ্ঠ হন বলে তথ্যমতে জানা যায়।

খবরে প্রকাশ, ব্রিটেনে অন্তত এক লক্ষ বিয়েই হয়েছে ইসলাম মতে অথচ প্রশাসনের কাছে এর কোনও প্রামাণ‌্য নথি নেই।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এম.কে
২৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ইংল্যান্ডের নতুন কোভিড আইন সম্পর্কে যা যা জানা গেল

অনলাইন ডেস্ক

প্রযুক্তিগত সমস্যার কারণে গ্রাহকদের কাছে ক্ষমা চাইলো বার্কলেস ব্যাংক

যুক্তরাজ্যের বাজারে খুব দ্রুতই আসতে যাচ্ছে ল্যাবে তৈরি মাংস