15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অনুপযুক্ত আচরণের অভিযোগে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ লেবার এমপি

স্কটিশ লেবার এমপি ফয়সল চৌধুরীকে অনুপযুক্ত আচরণের অভিযোগের পর দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০২১ সাল থেকে লোথিয়ান অঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি তদন্ত চলাকালীন স্বতন্ত্র হিসেবে কাজ করবেন।

লেবার পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। জানা গেছে, চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই তাকে “প্রশাসনিকভাবে” বরখাস্ত করা হয়েছে।

এই বরখাস্তের ঘটনা আসে মাত্র এক মাস পর, যখন আরেক লেবার এমপি কলিন স্মাইথ অশ্লীল ছবির মালিকানা ও স্কটিশ পার্লামেন্টে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেপ্তার ও অভিযুক্ত হয়ে দলে স্থগিত হন। যদিও দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এসএনপি এমপি কির্সটি ব্ল্যাকম্যান বলেন, স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ারকে এখনই ব্যাখ্যা দিতে হবে কেন বারবার এমপি বরখাস্ত হতে হচ্ছে। তিনি মন্তব্য করেন, দলীয় সম্মেলনের ঠিক আগ মুহূর্তে আরেকটি কেলেঙ্কারি লেবারকে গভীর সঙ্কটে ফেলেছে।

একই সুরে স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেন, ফয়সল চৌধুরীর বরখাস্ত প্রমাণ করে লেবার এখন “সম্পূর্ণ বিশৃঙ্খলায়” রয়েছে। তিনি যোগ করেন, কিয়ার স্টারমারের নেতৃত্বে প্রতিশ্রুতি ভঙ্গ ও নীতি পরিবর্তনের পাশাপাশি নতুন নতুন কেলেঙ্কারি দলকে অস্থিতিশীল করে তুলছে।

ফয়সল চৌধুরী বর্তমানে Edinburgh and Lothians Regional Equality Council–এর চেয়ারম্যান। তিনি বহুসাংস্কৃতিক উৎসব Edinburgh Mela–র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক এবং ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান / বিবিসি

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের আশ্রয় আবেদনগুলো যাচাই হচ্ছে না সঠিকভাবেঃ দাতব্য সংস্থা

ইউকেতে করোনা ভাইরাসের “ভুয়া” সনদ!

নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিল যুক্তরাজ্য