8.3 C
London
April 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ডাউনিং স্ট্রিটের ক্রিসমাস পার্টিতে মানা হয়নি কোভিড আইন!

সম্ভাব্য কোভিড নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে মন্ত্রিপরিষদ সচিবের একটি তদন্তে। সেখানে জানা যায় গত বছর ডাউনিং স্ট্রিটে ক্রিসমাস পার্টিতে মানা হয়নি কোভিড আইন!

 

সাইমন কেইসের অনুসন্ধানে কমপক্ষে চারটি এমন জমায়েতের কথা উঠে এসেছে। যে সময় গোটা যুক্তরাজ্য জুড়ে চলছিলো কড়া লকডাউন।

যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন তিনি ‘অবশ্যই কোন নিয়ম ভঙ্গ করেননি’।

 

ডেইলি মিরর প্রথম রিপোর্ট করেছিল যে গত বছরের ১৮ ডিসেম্বর ডাউনিং স্ট্রিটে একটি পার্টি হয়েছিল।

ডাউনিং স্ট্রিট জোর দিয়েছিল যে কোনও পার্টি হয়নি এবং “কোভিড নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়েছে”। অস্বীকারের পুনরাবৃত্তি করতে টেলিভিশন এবং রেডিওতে বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত হন।

তবে একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে সেখানে একটি পার্টি ছিল, যেখানে ‘কয়েক ডজন’ লোক উপস্থিত ছিল।

 

আইটিভি নিউজের সূত্রে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ডাউনিং স্ট্রিটের প্রস্তাবিত মিডিয়া ব্রিফিংয়ের জন্য ২২ ডিসেম্বর একটি মহড়া হয়।

ভিডিওতে, প্রধানমন্ত্রীর তৎকালীন প্রেস সেক্রেটারি অ্যালেগ্রা স্ট্র্যাটনকে একটি দলের রিপোর্ট সম্পর্কে সহকর্মীরা জিজ্ঞাসা করেছেন। তিনি রসিকতা করে বলেন: ‘এই কাল্পনিক পার্টিটি একটি ব্যবসায়িক সভা ছিল এবং এতে সামাজিক দূরত্ব ছিল না।’

পরবর্তী সময়ে মিস স্ট্র্যাটন পদত্যাগ করেছেন।

 

এটাও বোঝা যায় যে জ্যাক ডয়েল, যিনি সেই সময়ে যোগাযোগের উপ-পরিচালক ছিলেন এবং এখন প্রধানমন্ত্রীর প্রেস চিফ, ১৮ ডিসেম্বর পার্টিতে পুরস্কার প্রদান করেছিলেন।

যদিও ডয়েলের প্রতি তার পূর্ণ আস্থা ঘোষণা করেছেন বরিস জনসন। তবে মিডিয়া ও জনসাধারণ এ ধরণের অবিবেচক ঘটনা খোদ প্রধানমন্ত্রীর বাসভবনে ঘটতে দেখে ক্ষোভ প্রকাশ করেছে।

 

১৪ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিমদের জয়জকার

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েলসের স্থানীয় রাস্তাঘাটের জীর্ণদশা, আছে বাজেটের ঘাটতি

ব্রিটেনে রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার দিয়ে ‘অবৈধ শ্রমিকদের’ বেতন পরিশোধ

অনলাইন ডেস্ক