5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

অবশেষে আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া

বেশ কিছু দিন ধরেই কেনিয়ায় ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এই চুক্তি বাতিলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে উঠা ঘুষ ও প্রতারণার অভিযোগ। গত বুধবার যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আনেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদানি গোষ্ঠীর ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদানি গোষ্ঠী অবশ্য এক বিবৃতিতে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘সম্ভাব্য সব আইনি ব্যবস্থা’ গ্রহণ করবে।

সূত্রঃ আল জাজিরা
এম.কে
২২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

চায়না বিমানবন্দরে আটক মেসি

বছরে দুই লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইটালির

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওয়াচ টাওয়ার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল