8.6 C
London
January 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)সিলেট

অবশেষে সিলেটের শত কোটি টাকার বাড়ির রহস্য উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে প্রকৃতি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে এক প্রাসাদোপম বাড়ি, যা নির্মিত হয়েছে একশ’ কোটি টাকায়। এই ব্যতিক্রমী স্থাপনার মালিক যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার তাজ শাহ। গোলাপগঞ্জের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও নান্দনিক এই বাড়ি ইতোমধ্যেই মানুষের আগ্রহ ও আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

প্রবেশমুখে চোখে পড়ে গোয়ালে বাঁধা কয়েকটি ঘোড়া, যা রাখা হয়েছে কয়েক একর জুড়ে বিস্তৃত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখার জন্য। তবে এই বাড়ির সৌন্দর্য কেবল এর আয়তনেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে শিল্প আর নকশার নিপুণতা। প্রাচ্য ও পাশ্চাত্যের স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি এই বাড়িটি নির্মাণে সময় লেগেছে কয়েক বছর, যেখানে দক্ষ প্রকৌশলীদের ছোঁয়া প্রতিটি ইঞ্চিতে পরিলক্ষিত।

বাড়িটির বিশেষত্ব ও নকশার জাদুঃ

“তাজ” নামের এই বাড়িতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক অনন্য সুরেলা মেলবন্ধন সৃষ্টি করা হয়েছে। হেলিপ্যাড, সুইমিংপুল, স্টিমবাথ, লিফটসহ আধুনিক সব সুযোগ-সুবিধায় সমৃদ্ধ বাড়িটির প্রতিটি মাস্টার বেডরুমকে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকছটায় সাজানো হয়েছে। বাড়ির অভ্যন্তরে অভিজাত মার্বেলের বিস্তৃত ব্যবহার এর সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে।

ভোরের আলো যখন মার্বেলের কারুকার্যে পড়ে, তখন এর চিকচিক করা সৌন্দর্য যেন চোখ ধাঁধিয়ে দেয়। আর রাত নামলে বাড়িটি আলোকসজ্জার রঙের খেলায় মেতে ওঠে, যা গোলাপগঞ্জের মানুষ আগে কখনো দেখেননি।

পরিবারকেন্দ্রিক স্বপ্নঃ

বাড়িটির নির্মাণ প্রসঙ্গে ব্যারিস্টার তাজ শাহ জানান, এই প্রাসাদোপম স্থাপনাটি লোক দেখানোর জন্য নয়; বরং এটি নির্মাণ করা হয়েছে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করার জন্য। তিনি আরও বলেন, “আমি প্রবাসে থাকি, কিন্তু মাটির টানে দেশে ফিরে আসলে পরিবারের সবাইকে নিয়ে একত্রে থাকার জন্যই এটি তৈরি করেছি। আমার স্বপ্ন, ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বাড়ির সৌন্দর্য ও সুযোগ-সুবিধার কারণে বারবার দেশে ফিরে আসে।”

বন্ধু-বান্ধব কিংবা প্রবাসী অতিথিদের সঙ্গে সময় কাটানোর জন্যও এই বাড়িটি তার বিশেষ স্বপ্ন ছিল। তাজ শাহের মতে, এটি শুধু একটি বাড়ি নয়, বরং পরিবারের ভালোবাসা ও ঐক্যের প্রতীক।

এই প্রাসাদোপম বাড়ি যেন প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ, যা সিলেটবাসীর চোখে নতুন এক বিস্ময়।

সূত্রঃ একাত্তর টিভি

এম.কে
০৩ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে রাজ্যাভিষেক অনুষ্ঠানে কি হবে

কিং চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রণ পান নাই প্রিন্স হ্যারির ছেলে

যুক্তরাজ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের ডাক